,

লিডার্সের বিরুদ্ধে মানহানিকর সংবাদ প্রকাশ করায় নিন্দা জ্ঞাপন 

নিউজ ডেস্কঃশ্যামনগরে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের বিরুদ্ধে মানহানিকর এবং বানোয়াট সংবাদ প্রকাশ করায় নিন্দা জানিয়েছেন উপজেলার বিভিন্ন এনজিও সংস্থা।সংস্থার প্রতিনিধিগন তাদের বক্তব্যে জানান যে, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান সরকারের সহযোগী হিসাবে উপকূলের মানুষের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি বিভিন্ন ধরনের সহযোগিতা করে যাচ্ছে।বর্তমান সময়ে কিছু মানুষ গণমাধ্যম কর্মীদের ভুল বুঝিয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য লিডার্সের নামে বানোয়াট সংবাদ প্রকাশে উদবুদ্ধ করেছে।লিডার্স যদি দূর্ণীতির সাথে জড়িত থেকে থাকে তাহলে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ করলে কারো আপত্তি থাকতো না।কিন্তু সংস্থাটির নির্বাহী প্রধান বা কার্যকরী কমিটির সুনির্দিষ্ট বক্তব্য ছাড়াই এমন মানহানিকর বক্তব্য এনজিওদের সামনের দিনে উপকূলে কাজ করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে বলে মনে করি।এমতাবস্থায় সুনির্দিষ্ট তথ্য ছাড়া একটি সংস্থার বিরুদ্ধে মানহানিকর সংবাদ প্রকাশ করায় উপজেলার বেসরকারি প্রতিষ্ঠানের সদস্যগন নিন্দা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *