দুর্লভ রায়ঃ২৮ ফেব্রুয়ারী সোমবার দিনাজপুর সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নের কিষান বাজারস্থ সিডিসি প্রধান কার্যালয়ের সম্মুখ সড়কে আইক্যান আমরাই পারি’র আয়োজনে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ইয়ুথ ফর হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন বাংলাদেশ দিনাজপুর জেলা শাখার সহযোগিতায় কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (সিডিসি) দিনাজপুর এবং ব্রীসডো-চিরিরবন্দর এর ব্যবস্থাপনায় প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণে শারীরিক প্রতিবন্ধী রনজিৎ কুমার রায় এর উপর দাদন ব্যবসায়ী উকিল মহুরী সাগর রায় এর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিশাল মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
আয়োজকরা বলেন, দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার ৯নং ভিয়াইল ইউনিয়নের নানিয়াটিকর গ্রামের মৃত গিরেন্দ্র নাথ রায় এর পুত্র শারীরিক প্রতিবন্ধী (প্রতিবন্ধী কার্ড নং-১৯৬৩২৭১৩০৩৯২৪ ১৭৪৬-০২) রনজিৎ কুমার রায় স্থানীয় কাচারীদিঘী বাজারে চায়ের দোকান করে পরিবারের ৬জন সদস্য নিয়ে সংসার পরিচালনা করে আসছিলেন। দোকানটি সম্প্রসারণের জন্য স্থানীয় একই গ্রামের মৃত রবিয়া রাম রায়ের পুত্র সাগর রায় (উকিল মহুরী) এর নিকট ফাঁকা ব্যাংক চেক ও ফাঁকা স্ট্যাম্পের স্বাক্ষর নিয়ে ২০ হাজার টাকা মাসিক ১০০ টাকা হার সুদে গ্রহণ করে। পরবর্তীতে সুদ আসল বাবদ ২৫ হাজার টাকা পরিশোধ করে। দাদন ব্যবসায়ী সাগর রায় ৩ লক্ষ টাকার একটি মিথ্যা মামলা চাপিয়ে দেয় শারীরিক প্রতিবন্ধী রনজিৎ কুমার রায় (চয়না)’র উপর। তারই প্রতিবাদে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানবন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন আমরাই পারি নেটওয়ার্কের সমন্বয়ক, ইয়ুথ ফর হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন বাংলাদেশ দিনাজপুর জেলা শাখার সভাপতি ও সিডিসির নির্বাহী পরিচালক যাদব চন্দ্র রায়, ব্রীজডো সংগঠনের নির্বাহী পরিচালক মোঃ মির্জা ওবায়দুর রহমান ও প্রতিবন্ধী নেতা মোঃ ইয়াকুব আলী, বিলাশী ঋষি, রবিদাস নেতা সবুজ রবিদাস, মানবাধিকার কর্মী মোঃ আখতার হোসেন। বক্তারা এই অসহায় প্রতিবন্ধী ব্যক্তির উপর এমন অন্যায়ের তীব্র নিন্দা এবং মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহারের জন্য জেলা প্রশাসক, পুলিশ প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেন। যাতে প্রতিবন্ধী’র অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ এর আলোকে নির্যাতিত ব্যক্তির সুরক্ষা কামনা করেন।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply