,

শার্শায় অবৈধ বালু ও মাটি উত্তোলনে অভিযোগে জরিমানাসহ একজনের কারাদন্ড

বেনাপোল প্রতিনিধিঃ
শার্শায় অবৈধ বালু ও মাটি উত্তোলন এর অভিযোগে ১,২০,০০০ হাজার টাকা জরিমানা ও ফারুক হোসেন (৩৪)  নামে একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। বৃহস্পতিবার বেলা ১২ টার সময় শার্শার লক্ষনপুর ও নিজামপুর ইউনিয়নের কয়েকটি গ্রামে বালু ও মাটি উত্তোলন এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা ও বিনাশ্রম জেল দেন উপজেলা ভুমি সহকারী কমিশনার  ( এসি ল্যান্ড) মো: শওকাত মেহেদী সেতু।

উপজেলা সহকারী ভুমি কর্মকর্তা সেতু জানায়, একটি মহল অধিক আয়ের জন্য অবৈধ ভাবে উপজেলার নিজামপুর ও লক্ষনপুর  ইউনিয়নের কানাইনগর, হরিনাপোতা, গোড়পাড়া  ফসলি জমি থেকে বালু ও মাটি উত্তোলন করছিল। তাদের ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনে ১টি ও বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনে ২টি মোট তিনটি মামলায় ১,২০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। এসময় ফারুক হোসেন নামে একজনকে বিনাশ্রম ১৫ দিনের জেল দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *