,

শার্শায় আন-নূর একাডেমি, বেনাপোলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ 

ইকরামুল ইসলাম,বেনাপোল প্রতিনিধিঃসুন্দর সফল জীবন ও আর্দশ জাতি গঠনের লক্ষ্যে, স্লোগানে স্বল্প সময়ে একাধিক বার জাতীয় পুরস্কার অর্জন করে অত্যাধিক সুনাম অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠান যশোরের বেনাপোল পোর্ট থানার তালশারী তেল পাম্পের পূর্বপাশে, মেইন রোড সংলগ্ন, আন-নূর একাডেমি, বেনাপোল, বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ- ২০২৫ অনুষ্ঠিত হয় 

বুধবার  (৩১শে ডিসেম্বর) সকাল ১০ টার সময় একাডেমি ভবনের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে, আন-নূর একাডেমি, বেনাপোল

পরিচালক উস্তাযুল হুফফাজ শায়েখ হাবীবুর রহমান হাবীব এর  সভাপতিত্বে ও অত্র একাডেমি শিক্ষক হাফেজ মাওলানা বিন ইয়ামিন সঞ্চালনা করেন।

এ সময় বিশেষ অতিথি  হিসাবে উপস্থিত ছিলেন: মুফতি সাইদুল বাসার, হাফেজ মাওলানা মুফতি আব্দুল জব্বার  মাওঃ ইলিয়াস সাহেব,হাফেজ মাওলানা আব্দুল আহাদসহ,ছাত্র-ছাত্রী ও অভিভাবক বৃন্দ।

অতিথিদের বক্তব্য শেষে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করেন, অত্র একাডেমি প্রতিষ্ঠাতা পরিচালক উস্তাযুল হুফফাজ শায়েখ হাবীবুর রহমান হাবীবসহ অতিথিগণ এসময় ১ম, ২য় ও ৩য় ৪র্থ ৫ম স্থান অধিকারকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়। 

উক্ত অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত ও দোয়া মোনাজাত পরিচালনা করেন, অত্র একাডেমির ছাত্র আব্দুল্লাহ আল কিরণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *