,

শার্শায় স্ত্রীর কিডনিতে নতুন জীবন পেয়ে হেলিকপ্টারে গ্রামে ফিরলেন কুদ্দুস

 বেনাপোল প্রতিনিধিঃ আলহাজ্ব কুদ্দুস বিশ্বাস যশোরের শার্শায় উপজেলাতে মাছ ব্যবসায় সফলতার কারনে তিনি বেশ পরিচিত।  বিশিষ্ট এ ব্যবসায়ী রাজনৈতিক ও  সামাজিক কর্মকান্ডে এলাকায় বিশেষ অবদান রাখায় তার বেশ জনপ্রিয়তা রয়েছে । তার মালিকাধীন বিভিন্ন  প্রতিষ্ঠানে প্রায় ৩ শতাধিক মানুষের কর্মসংস্থান তৈরী হয়েছে।  বছর খানেক আগে তার দুটো  কিডনি অচল হয়ে পড়ায় কিছুদিন আগে হঠাৎ করেই বিছানাগত হয়েছিল। এতে তার জীবন বাঁচাতে তার স্ত্রী ফারজানা বেগম তাকে স্বেচ্ছায় একটি কিডনি দান করেন।  কুদ্দুস  বিশ্বাস তুরস্কের একটি হাসপাতালে ৪ মাস ধরে  চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়। পরে তিনি গ্রামে ফিরতে চাইলে এলাকার মানুষ তাকে অভ্যর্থনা জানাতে ভিন্ন রকম প্রস্তুতির আয়োজন করে।  শুক্রবার বিকালে ঢাকা এয়ারপোর্ট থেকে হেলিকপ্টার যোগে তিনি নিজ গ্রাম বাঁগআচড়ায় ফিরলে পিপড়াগাছি  জনতা  ইকোপার্ক মাঠে  কয়েক হাজার ভক্ত ও শুভাকাঙ্খিরা  তার প্রতি ভালবাসা প্রকাশ করতে ছুটে আসেন।

 কুদ্দুস বিশ্বাস নতুন জীবনে তার অনুভূতি প্রকাশে গণমাধ্যমকর্মীদের জানান, সৃষ্টিকর্তা তাকে নতুন জীবন দান করে আবারো মানুষের জন্য কাজ করার সুযোগ সৃষ্টি করেছেন। তার সুস্থ্যতার জন্য অনেক মানুষ দোয়া করেছেন। তিনি প্রথমে সৃষ্টিকর্তা পরে তার স্ত্রী ও গ্রামবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থানীয় গণমাধ্যমকর্মীরা  জানান, স্বামীর জীবন বাঁচাতে নিজের জীবনের তুচ্ছ করে শরীরের গুরুত্বপূর্ন অঙ্গ দান এটা সত্যি কারের ভালবাসা জানান দেওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *