ডেস্ক রিপোর্টঃ ঢাকার শাহজাহানপুর শাপলা মসজিদ সংলগ্ন গরুর হাট এলাকায় ঢাকা দক্ষিণ কর্পোরেশনের উচ্ছেদ অভিযানের সময় স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশ কনস্টেবল মেহেদী হাসান (২৪) গুলিতে আহত হয়েছেন।
রবিবার (২১ জানুয়ারি) দুপুরে ঘটনাটি ঘটে।
মেহেদীর বাম পায়ে শটগানের গুলি লেগেছে। আহত অবস্থায় তাকে প্রথমে রাজারবাগ হাসপাতাল নেওয়া হয়। সেখান থেকে বিকেল পৌনে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়।
মেহেদীর সহকর্মী মো. সজিব হোসেন বলেন, “ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উচ্ছেদ অভিযানে গিয়েছিলাম। সেখানকার লোকজন আমাদের ঘিরে ফেলে এবং জোটবদ্ধ হয়ে হামলা চালায়। আমাদের ওপর ইটপাটকেলও নিক্ষেপ করা হয়।”
তিনি জানান, ম্যাজিস্ট্রেটের নির্দেশে সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট, ও শটগানের গুলি ছোড়া হয়। তখন দুর্ঘটনাক্রমে মেহেদী হাসান আহত হন।
ঢাকা ট্রিবিউনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি জানান, মেহেদী হাসান এখন হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply