,

শিক্ষার্থী-আনসার সংঘর্ষের শুরু কীভাবে?

অগ্রদূত ডেস্কঃ
বাংলাদেশে সচিবালয় অবরোধ করা অঙ্গীভূত আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমসহ বিভিন্ন মহলে নানান আলোচনা-সমালোচনা হতে দেখা যাচ্ছে।

রোববার রাতের ওই সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের অর্ধ-শতাধিক মানুষ আহত হন, যাদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহসহ বেশ কয়েকজন এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন।

অবরোধ ও সংঘর্ষের ঘটনায় গ্রেফতার সাড়ে তিনশ’র বেশি আনসার সদস্যকে সোমবার গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকার শাহবাগ, রমনা, পল্টন এবং বিমানবন্দর থানায় দায়ের হওয়া বেশ কয়েকটি মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।

শিক্ষার্থীদের রোষানলে পড়া ওইসব আনসার সদস্যদের উদ্ধার করে রোববার রাতে পুলিশের কাছে হস্তান্তর করেছিল সেনা সদস্যরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে ছয় সেনাসদস্য আহত হয়েছে, যাদের একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

অন্যদিকে, শিক্ষার্থীরা সচিবালয় ঘেরাও করা আনসার সদস্যদের ‘মোকাবেলা’ না করলে সেখানকার ‘ভয়াবহ পরিস্থিতি’ হতে পারতো বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

কিন্তু দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পরও আনসার সদস্যরা আন্দোলন অব্যাহত রেখেছিলেন কেন? শিক্ষার্থীদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরুই-বা হলো কীভাবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *