,

শীতের তীব্রতায় পাবনার জনজীবন

মোঃ রাশেদুল ইসলাম পাবনা,প্রতিবেদকঃপ্রচন্ড ঠান্ডা আর উত্তরের হিমেল হাওয়ায় বাইরে বের হওয়াই যেন দুষ্কর হয়ে পড়েছে,আর শীতের তীব্রতায় খেটে খাওয়া মানুষ গুলো যেন সীমাহীন দুর্ভোগের মধ্যে পড়েছেন।
আবার অনেকেই আগুন জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছেন।ঈশ্বরদী আবহাওয়া অফিসের সহকারি আবহাওয়া পর্যবেক্ষক জনাব মোঃ নাজমুল হক জানান (২২ জানুয়ারি) সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস যা, এই মৌসুমের সবনিম্ন তাপমাত্রা। গতকাল রবিবার ছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এতে বোঝা যাচ্ছে জেলার ওপর দিয়ে মৃদু শৈতপ্রবাহ বয়ে যাচ্ছে।
সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে। এদিকে শীতবস্ত্রের অভাবে কনকনে ঠান্ডায় দুর্ভোগ বেড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের, তবুও অনেকেই রিজিকের তাগিদে কাজে বের হচ্ছেন দিনমজুর সহ রিকশা-ভ্যান চালকরা।ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়োবৃদ্ধ সহ অন্যান্য লোকেরা হাসপাতালে বাড়ছে রোগীদের চাপ।
এদিকে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামার কারণে জেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান গুলো (২২জানুয়ারি)সোমবার একদিনের বন্ধ ঘোষণা করা হয়েছে।রবিবার (২১জানুয়ারি) রাতে পাবনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দিক মোহাম্মদ ইউসুফ রেজা ও জেলা শিক্ষা অফিসার রোস্তম আলী হেলালী স্বাক্ষরিত পৃথক পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *