মোঃ শাহজাহান বাশার,স্টাফ রিপোর্টারঃ
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, মানুষ বলতে শুরু করেছে, শেখ হাসিনা হিন্দুস্তানে ষড়যন্ত্র শুরু করেছেন। শেখ হাসিনা বাংলাদেশে নেই। তবে দেশে ফের ষড়যন্ত্র শুরু করেছে তার ভূত।
সম্প্রতি চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনার কথা উল্লেখ করে জয়নুল আবদিন ফারুক বলেন, ‘আমার এক বন্ধুকে চট্টগ্রামে ছোটখাটো ইস্যুতে মারা যেতে হয়েছে। কিছু লোক দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে।’
বুধবার (২৭ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ছাত্র-জনতা নাগরিক ঐক্য পরিষদ আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
ভারতকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘কিসের ইঙ্গিত, কীসের ইঙ্গিত? সেদিন দেখিনি, যেদিন তুমি আমাদের লোকদের কাঁটাতারে ঝুলিয়ে রেখেছিলে। আপনি যখন প্রতিদিন মানুষ খুন করছেন এবং তাদের লাশ বাংলাদেশে ফেলছেন। তারা আমাদের তিস্তার পানি কখনো দেয়নি। তারা কখনো আমাদের ন্যায্য অংশ দেয়নি। আমরা বাংলাদেশে সাম্প্রদায়িকতা ও অশান্তি চাই না। কিন্তু আপনার দেশে বসে শেখ হাসিনা উস্কানি দিচ্ছেন।
ডক্টর মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে ফারুক বলেন, ‘আপনার কোনো ভয় নেই। এদেশের ১৮ কোটি মানুষ আপনাদের সাথে আছে। যারা আয়নায় বন্দী ছিল, যাদের মায়ের বুক খালি ছিল, তাদের কথা স্মরণ করে আপনি জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি জরুরিভাবে তুলে ধরেছেন। তা না হলে জনগণ মনে করে শেখ হাসিনার ভূত আপনাকে এদেশে অস্থিরতার দিকে নিয়ে যেতে পারে এবং বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে।
এ সময় লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, জাগপা সহ-সভাপতি রাশেদ প্রধানসহ আয়োজক সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply