হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধিঃনোয়াখালীর হাতিয়ায় শ্বশুরবাড়ি বেড়াতে এসে আটক হলেন সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলাউদ্দিন বেদন। বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বুড়িরচর ইউনিয়নের জোড়খালী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে হাতিয়া থানা পুলিশ। গ্রেপ্তার আলাউদ্দিন চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার ৩ নং ওয়ার্ড হরিষপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ও সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। হাতিয়া থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময় জোড়খালী গ্রামের কালাম হাজীর বাড়ি থেকে পালিয়ে থাকা অবস্থায় তাকে আটক করা হয়।
তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার আরও ১৫-২০জন সহযোগী পালিয়ে যায়। হাতিয়া থানার ওসি একেএম আজমল হুদা বলেন, তাকে কোর্টহাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে নাশকতায় জড়িত থাকার অভিযোগে মামলা করা হয়েছে।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply