,

শ্যামনগরের কাশিমাড়ীতে উৎসবমুখর পরিবেশে ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক ওয়ার্ড সম্মেলন সম্পন্ন

মোঃ হাফিজুর রহমান,নিজস্ব প্রতিনিধিঃ

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়ন শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার (৪ অক্টোবর ২০২৫) দুপুর ০২টা থেকে। গোপন ব্যালেটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় কাশিমাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে।

সম্মেলনে কাশিমাড়ী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপি নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। দলীয় শৃঙ্খলা ও গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে ভোটগ্রহণের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত করা হয়।

ভোট গণনা শেষে সন্ধ্যার পূর্ব মুহূর্তে ফলাফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফলাফলে ১নং ওয়ার্ডে: সভাপতি পদে মো: আব্দুল কাদের সরদার, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক মো: মমতাজ উদ্দীন বিজয়ী হয়।

২নং ওয়ার্ডে (বিনা প্রতিদ্বন্দ্বিতায়): সভাপতি মো: মঈনুল হক, সাধারণ সম্পাদক আশরাফ হোসেন গাজী, সাংগঠনিক সম্পাদক মোমিন মোড়ল।

৩নং ওয়ার্ডে: সভাপতি আব্দুস সামাদ পেয়াদা, সাধারণ সম্পাদক আবু বক্কর গাজী, সাংগঠনিক সম্পাদক মহাসিন আলী সরদার।

৪নং ওয়ার্ডে: সভাপতি মো: মইনুর হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ঢালী, সাংগঠনিক সম্পাদক মাহমুদ আলী শেখ।

৫নং ওয়ার্ডে: সভাপতি আমানাত মোল্লা, সাধারণ সম্পাদক আব্দুল গফফার, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক গাজী।

৬নং ওয়ার্ডে: সভাপতি বাবর আলী, সাধারণ সম্পাদক জিয়াউল হক, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান।

৭নং ওয়ার্ডে: সভাপতি আনিছুজ্জামান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইস্রাফিল হাসান পলাশ।

৮নং ওয়ার্ডে: সভাপতি নূরুল আমিন, সাধারণ সম্পাদক মাহমুদ আলম, সাংগঠনিক সম্পাদক মো: আবু সাঈদ।

৯নং ওয়ার্ডে: সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো: গফফার মোল্লা।

ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা উপলক্ষে পুরো এলাকা ছিল উৎসবমুখর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *