সাজিদ বিল্লাহ, পদ্মপুকুর (শ্যামনগর) থেকে : শ্যামনগর উপজেলার গাবুরা বাজারে মঙ্গলবার রাত বারোটা কুড়ি মিনিটের দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে দুটি দোকান ও মালামাল পুড়ে ছাই হয়ে গিয়েছে। সরেজমিনে জানা যায়,ভুক্তভোগী আনিসুর রহমান(দর্জি) (৩৭) পিতা মৃত নূর আলী সরদার জানান,মঙ্গলবার রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে তাঁর দর্জি ঘর এবং দুটি সেলাই মেশিন একটি লক মেশিন,বৈদ্যুতিক মিটার এবং আনুমানিক ২০ হাজার টাকার সিট কাপড় পুড়ে ছাই হয়ে যায়।
পাশে থাকা ভাই ভাই মিষ্টান্ন ভান্ডারটি ও পুড়ে ছাই হয়ে যায়। মিষ্টান্ন ভান্ডার এর পরিচালক উত্তম কুমার (৩০)জানান,আগুন প্রথমে আনিসুর এর দর্জি ঘরে লাগে এবং ভাই ভাই মিষ্টান্ন ভান্ডার টি তার পাশাপাশি হওয়ায় সেখানে আগুন লেগে যায় এক পর্যায়ে মিষ্টান্ন ভান্ডারের মধ্যে থাকা ৩৫০ লিটার এর একটি ফ্রিজ দুটি স্টিলের থাকা মিষ্টির কড়াই একটি পঞ্চাশ সিসির চায়না মোটরসাইকেল এবং বিভিন্ন প্রকারের তৈরিকৃত মিষ্টিসহ তার দোকানের চার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তার দাবি।প্রত্যক্ষদর্শী পার্শ্ববর্তী দোকানদার আমির হামজা ও আসাদুল ইসলাম জানান, তাদের বাড়ি গাবুরা বাজারের নিকটবর্তী হওয়ায় গভীর রাতে আগুনের শিখা দেখতে পেয়ে ডাক চিৎকার করে লোকজন এনে পানি দিয়ে আগুন নিভাতে সক্ষম হয় ততক্ষনে সব পুড়ে ছাই হয়ে যায়। আরো জানা গেছে উক্ত রাতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাটআউট বিচ্ছিন্ন করে দেন ।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply