বুড়িগোয়ালিনী,(শ্যামনগর প্রতিনিধি) সাতক্ষীরা জেলার শ্যামনগর এর বুড়িগোয়ালিনী ইউনিয়নের অন্তর্গত দাতিনাখালি গ্রামের সাত্তার তরফদার এর ছেলে মালেক তরফদার বিকাশ হ্যাকারদের মাধ্যমে প্রতারণার শিকার হয়েছে। ২৪ জুন ২০২১ইং তারিখে হ্যাকাররা লক্ষাধিক টাকার লোভ দেখিয়ে মালেকের কাছ থেকে হাতিয়ে নিলো ১৯,৯০০ টাকা। অত্র ইউনিয়নের কলবাড়ি বাজারের বিকাশ ব্যবসায়ী রাউফুল ইসলামের দোকানে গিয়ে তার নিজের বিকাশ একাউন্টে টাকা দিতে বলেন মালেক। বিকাশ এজেন্ট রাউফুল এর কাছ থেকে এরকম টাকা এর আগেও প্রয়োজনের তাগিদে বিকাশে লেনদেন করেছে, সেই সুবাদে কিছুক্ষণের জন্য ধার স্বরূপ তার কাছ থেকে নিজ বিকাশ একাউন্টে টাকা নিয়ে থাকে। বিকাশ একাউন্টে টাকা দেওয়ার পরে সে একটু দূরে গিয়ে উত্তেজনার সাথে মোবাইল ফোনে কথা বলতে থাকেন। বিকাশ ব্যবসায়ী রাউফুল ইসলাম মালেকের উত্তেজনা দেখে সন্দেহ হয় এবং তাকে ডেকে উত্তেজনার কারণ জানতে চাইলে কিছুতেই বিষয়টি রাউফুলকে বলতে রাজি না হয়ে বিভিন্ন রকম তালবাহানা করতে থাকে। বারবার শোনার পরে সে বলে মোট ৩০,০০০ হাজার টাকা দিলে বোনাস সহ অনেক টাকা আমার একাউন্টে পাঠিয়ে দেবে। এই কথা শোনার পরে বিকাশ সম্পর্কিত সচেতন মূলক বিষয় তাকে বুঝিয়ে বলে রাউফুল ইসলাম কিন্তু রাউফুল ইসলামের কথা না শুনেই তার মোবাইলে হ্যাকারদের পাঠানো OTP কোড হ্যাকারদের কাছে জানিয়ে দেয় এবং সাথে সাথে ১৯,৯০০ টাকা মালেকের নিজ বিকাশ একাউন্ট থেকে চলে যায়। কিছুক্ষণ পরে মালেক ফিরে এসে তার দুইটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং মোটর ভ্যান এর চাবি বিকাশ ব্যবসায়ী রাউফুল ইসলাম এর কাছে জমা রেখে ১০,০০০ টাকা আবারো বিকাশ একাউন্টে দিতে বলে। তাৎক্ষণিক বিকাশ ব্যবসায়ী রাউফুল ইসলাম মালেককে আটকে রেখে তার পরিবারকে খবর দিয়ে ডেকে নিয়ে আসে। পরে বিস্তারিত ঘটনা রাউফুল ইসলাম মালেকের পরিবারকে জানায় এবং মালেকের পরিবার রাউফুলকে ধারকৃত টাকা পরিশোধ করেন অতঃপর ভ্যান এবং এন্ড্রয়েড মোবাইল ফোন ফিরিয়ে নিয়ে যান।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply