,

শ্যামনগরের মানুষ ৪৭ বছর পর এবার আবারও তারেক রহমানকে সম্মানিত করবেন- ড. এম মনিরুজ্জামান

আব্দুল আহাদ,শ্যামনগর (সাতক্ষীরা):সাতক্ষীরার শ্যামনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড. এম মনিরুজ্জামানের উদ্দোগে শনিবার ২৫ শে অক্টোবর বিকাল ৫টায় শ্যামনগর উপজেলা সদরের মাইক্রস্টান্ড সংলগ্ন এ গনসংযোগ অনুষ্ঠিত হয়।

গনসংযোগে হাজার হাজার জনতার উপস্তিতিতে প্রধান অতিথির বক্তব্যে ড. মনিরুজ্জামান মনির বলেন, আজকের এই গনসংযোগে হাজার হাজার জনতার উপস্তিতি প্রমান করে শ্যামনগরের মাঠি বিএনপির ঘাটি, শ্যামনগরের মাটি তারেক রহমানের ঘাঁটি। শ্যামনগরের ঐক্যবদ্ধ বিএনপি আজ অনেক শক্তিশালী। আপনারা তারেক রহমান প্রনীত ৩১ দফা শ্যামনগরের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিবেন। তিনি আরও বলেন বিশেষ একটি রাজনৈতিক দল মনে করে আসন গুলি তাদের নির্ধারিত আসন। আজকের গণসংযোগ শুধু প্রচার মাত্র একবার আহ্বান করা হয়েছে হাজার হাজার জনতা উপস্থিত হয়ে গেছে। আপনারা জনাব তারেক রহমানের ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করবেন আর সাথে সাথে সেই গোষ্ঠীকে জানিয়ে দিবেন (নির্ধারিত আসন) যেটা তারা মনে করে এটা ভুল। আমার দৃঢ় বিশ্বাস শ্যামনগরের মানুষ যেভাবে শহীদ পেসিডেন্ট জিয়াউর রহমানকে সম্মানিত করেছিলেন আবারো ৪৭ বছর পরে সেই সুযোগ এসেছে এই শ্যামনগরের মানুষ ইনশাআল্লাহ জনাব তারেক রহমানকে একইভাবে সম্মানিত করবেন। বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল এ দলে বিভাজন থাকবে এটা স্বাভাবিক যখন মনোনয়ন ঘোষণা হবে সকল বিভাজন ভুলে সকলে ঐক্যবদ্ধভাবে তারেক রহমানের ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করবেন ইনশাআল্লাহ।

উক্ত গনসংযোগে জেলা বিএনপির সদস্য এবং উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব সোলাইমান কবিরের সভাপতিত্বে উক্ত জনসংযোগ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও সংসদীয় আসন সাতক্ষীরা-২ টিম প্রধান ড. এম মনিরুজ্জামান মনির। বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি চেয়ারম্যান লিয়াকাত আলী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও চেয়ারম্যান গোলাম আলমগীর, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সাদেক, পৌর বিএনপির সাবেক আহবায়ক ও চেয়ারম্যান লিয়াকত আলী বাবু, ঈশ্বরপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত অ্যাডভোকেট ইব্রাহিম খলিল কৈখালী ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আবুল খায়ের মল্লিক, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ নুরুজ্জামান, সদস্য সচিব এস,এম আবু বাক্কার সিদ্দিক, উপজেলা শ্রমিক দলের সভাপতি রোকনুজ্জামান রফিক, উপজেলা তাতী দলের আহ্বায়ক আব্দুল হালিম, সদস্য সচিব শাহীনুর রহমান খোকন, পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক ফরিদুজ্জামান ফরিদ এছাড়া ইউনিয়ন বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *