,

শ্যামনগরে অজ্ঞাত ব্যক্তির দাফন সম্পন্ন করলেন সিডিও ইয়ুথ টিম

শ্যামনগর ব্যুরোঃসাতক্ষীরার শ্যামনগরে মৃতঅজ্ঞাত ব্যক্তির কোন পরিচয় খুঁজে না পাওয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিমের সহযোগিতায় তাকে দাফন করা হয়েছে। গত সোমবার বেলা ৪টায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অজ্ঞাত ব্যক্তিকে অসুস্থ অবস্থায় ভর্তি করান স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার(৩০ ডিসেম্বর) আনুমানিক বেলা ৪টায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উক্ত ব্যক্তি মৃত্যু বরন করেন। শ্যামনগর থানার মাধ্যমে পিআইবি সাতক্ষীরা এর সহযোগিতায় এর ফিঙ্গার প্রিন্ট নিলেও আইডিকার্ড বা তার পরিচয় খুঁজে না পাওয়ায় শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডাক্তার মোঃ জিয়াউর রহমান ,উপজেলা সমাজসেবা অফিসার দেলোয়ার হোসেন আরএমও ডাক্তার মো: তরিকুল ইসলাম এর পরামর্শক্রমে সিডিও ইয়ুথ টিমের সদস্যদের সর্বাত্মক সহযোগিতায় উপজেলা সদরের হাম্মাদিয়া মাদ্রাসায় দাফন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। বিষয়টি নিয়ে সিডিও’র নির্বাহী পরিচালক গাজী আল ইমরান বলেন, অদ্যাবধি স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে করোনা কালীন ১১জন এবং মানসিক ভারসাম্যহীন/অজ্ঞাত ৬জন ব্যক্তিকে সিডিও ইয়ুথ টিমের মাধ্যমে দাফন ও সৎকার করা হলো। শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান বলেন,অজ্ঞাত ব্যক্তির শারিরীক অবস্থা খুবই খারাপ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে যান। পরবর্তীতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।শ্যামনগর থানাকে বিষয়টি অবগত করার পরে তারা সকল কার্যক্রম শেষ করে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিমের মাধ্যমে দাফনের ব্যবস্থা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *