,

শ্যামনগরে অনলাইন জুয়া ও মাদক বিরোধী যুব ক্যাম্পেইন 

গাজী আল ইমরান,শ্যামনগর ব্যুরোঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় অনলাইন জুয়া ও মাদকবিরোধী যুব ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারী) বেলা ৪টায় উপজেলার আটুলিয়া ইউনিয়নে কাছারি ব্রীজ সংলগ্নে স্বেচ্ছাসেবী যুব সংগঠন সিডিও ইয়ুথ টিমের আয়োজনে উক্ত ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। সিডিও’র ইউনিয়ন ভলেন্টিয়ার মো. ইদ্রিস আলি এর সভাপতিত্বে এবং ভলেন্টিয়ার সুমাইয়া কামাল এর সঞ্চালনায় মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ইউনিটের সিনিয়র ভলেন্টিয়ার মো. হাফিজুর রহমান। এসময় তিনি বলেন, অনলাইন জুয়ায় যেমন অনেকেই সর্বস্বান্ত হচ্ছে, তেমনি ঘটছে নানা ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা। সম্প্রতি পত্রপত্রিকায় প্রকাশিত খবরে জানা যাচ্ছে, সারাদেশে মাদকের মতো ছড়িয়ে পড়ছে অনলাইন জুয়া,ঠিক তেমনি শ্যামনগর উপজেলায় পরিলক্ষিত হচ্ছে।যা ইতিমধ্যে বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশ হয়েছে এবং প্রশাসন আইনের প্রয়োগ চলমান রেখেছে। অন্যদিকে, জুয়ায় আসক্তদের অধিকাংশই মধ্যবিত্ত পরিবারের সন্তান। মাদকের মতো অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়ছে বহু তরুণ। আমরা বলতে চাই, এমন পরিস্থিতি সৃষ্টি হলে তা কতটা ভয়ানক বাস্তবতাকে স্পষ্ট করে বলার অপেক্ষা রাখে না। সঙ্গত কারণেই জুয়া সংক্রান্ত সার্বিক পরিস্থিতি আমলে নিয়ে করণীয় নির্ধারণ ও তার যথাযথ বাস্তবায়নের বিকল্প নেই।এসময় উপস্থিত সকলেই অনলাইন জুয়া এবং মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন বলে জানান।ক্যাম্পেইনে সিডিও ইয়ুথ টিমের সিনিয়র ভলেন্টিয়ার রায়হানুল ইসলাম,আটুলিয়া ইউনিটের সদস্যবৃন্দ এবং স্থানীয় অন্যান্য যুবরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *