এম,কামরুজ্জামান শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা’র শ্যামনগরে স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা অনুযায়ী অনুমোদনহীন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলো পরিদর্শন করে ৩টি প্রাইভেট হাসপাতাল বন্ধ ঘোষণা করেছে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মোঃ জিয়াউর রহমান।
রোববার ২৯ মে সকাল ১১ টার সময় শ্যামনগর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অনুমোদনহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান।
তিনি জানান, উপজেলার বৃষ্টির অধিক বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো পরিদর্শন করেছি পল্লী প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, শ্যামনগর, সার্জিক্যাল নার্সিং হোম মুন্সিগঞ্জ, ফাইসাল আমিন ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার নওবেকী তিনটা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।এর বাইরে কোনো অনুমোদনহীন প্রতিষ্ঠান থাকলে তারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন ডাঃ জিএম তরিকুল ইসলাম, ডাঃ মিম মগদুম রানা, অফিস সহকারী মোঃ জাহাঙ্গীর আলম।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply