,

শ্যামনগরে ইউএনওর বদলী আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি খাতুনের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে শ্যামনগরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১৪ই সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিভিন্ন প্রান্ত হতে সাধারণ মানুষ হাতে বিভিন্ন প্লেকার্ড নিয়ে উপজেলা চত্তরে উপস্থিত হতে থাকেন। অতপর সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় ‘ইউএনও স্যারের বদলি, মানি না মানবো না’, ‘আর কোন দাবি নাই, রনি খাতুনকে ফেরত চাই’, ‘শ্যামনগরের মানুষের দাবি মানতে হবে’, জনগণের কণ্ঠস্বরকে গুরুত্ব দেওয়ার আহ্বান’, ‘তুমি কে আমি কে রনি খাতুন রনি খাতুন’ স্লোগানে মুখর করে তোলে উপজেলা পরিষদ চত্বর।

উপজেলা চত্তরে অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচিতে শ্যামনগর উপজেলা উন্নয়ন সংগ্রাম পরিষদের আহবায়ক অধ্যক্ষ বিধুশ্রবা মন্ডলের সভাপতিত্বে যুব স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য হাফিজুর রহমান হাফিজের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাদেকুর রহমান সাদেক, প্রেসক্লাবের সভাপতি সামিউল ইমাম আজম মনির, আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আবু সালেহ বাবু, রমজাননগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল হামিদ লাল্টু, ভুরুলিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ হোসেন আলী, শিক্ষক প্রতিনিধি হিসেবে উপস্তিত ছিলেন প্রভাষক জি,এম আব্দুল ওহাব, ধুমঘাট জামিয়া ইসলামিয়া রাশিদিয়া হোসাইনাবাদ মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল কাইয়ুম, ছাত্র প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম, রাজনৈতিক নেতৃবৃন্দ,

মানববন্ধনে বক্তারা বলেন, দ্বায়িত্ব পালনের মাত্র ১০ মাসে ইউএনও রনি খাতুন উপজেলার সর্বস্তরের মানুষের আস্থা অর্জন করেছেন। তিনি এই উপজেলার রাজনৈতিক সহিংসতার মুহূর্তেও নিজেকে ঝুকিতে ফেলে তা কঠোরভাবে দমন করে প্রসংসা কুড়িয়েছেন। পাশাপাশি স্থানীয় আর্ত সামাজিক উন্নয়ন এবং শিক্ষা প্রতিষ্ঠান, উপকুলীয় এলাকার ভেড়িবাধ সহ বিভিন্ন সমস্যায় সংবাদ পেলেই নিজে সরজমিন পরিদর্শন করে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছেন। তিনি জনগণের পক্ষে কাজ করায় আজ সাধারণ মানুষ তার বদলী আদেশ প্রত্যাহারের দাবিতে এখানে মানববন্ধনে হাজির হয়েছে। উপজেলার মানুষের প্রানের দাবি রনি খাতুনের এই বদলি আদেশ পুনঃবিবেচনা করে প্রত্যাহার করা হোক। অন্তত আরও একটি বছর তিনি শ্যামনগরে ইউ,এন,ও হিসেবে দ্বায়িত্ব পালন করুন। যেহেতু কোনো অভিযোগের ভিত্তিতে নয় বরং সরকারি ভাবে এই বদলী আদেশ হয়েছে। এটা পুনঃবিবেচনা করে প্রত্যাহার না করা হলে আমরা আরও কঠোর কর্মসূচি দেবো।

রনি খাতুনের বদলী আদেশ বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, গত ১০ই সেপ্টেম্বর বুধবার খুলনা বিভাগীয় সহকারী কমিশনার সুমাইয়া সুলতানা এ্যানীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রনি খাতুনকে যশোর জেলার ঝিকিরগাছায় বদলি করা হয়।

এ বিষয়ে ইউএনও রনি খাতুন বলেন, প্রায় ১০ মাস হলো এখানে যোগদান করেছি। কেন বদলি করা হলো, তা আমার জানা নেই। তবে সরকারি চাকরিতে বদলি স্বাভাবিক বিষয়। যেখানেই যাব বা সরকার যেখানে পাঠাবে, নিজের সর্বোচ্চটুকু দিয়ে কাজ করব। শ্যামনগরে কাজ করতে গিয়ে মানুষের সহযোগিতা ও ভালোবাসা পেয়েছি। আমি তাঁদের কাছে কৃতজ্ঞ, তবে সবাইকে শান্ত থাকতে বলব। কারণ, আমাকে সরকারি নির্দেশনা মেনেই চাকরি করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *