শ্যামনগর,প্রতিনিধিঃ উপকূলীয় জীবিকা উন্নয়ন ও পরিবেশ সুরক্ষার লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়ায় নওয়াবেকী গণমুখী ফাউন্ডেশন (এনজিএফ)-এর উদ্যোগে(৭ই জুলাই ) বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।গ্রীন ক্লাইমেট ফান্ডের অর্থায়নে এবং পিকেএসএফ-এর সহায়তায় বাস্তবায়িত Resilient Homestead and Livelihood Support to the Vulnerable Coastal People of Bangladesh (RHL Project) এর আওতায় এ বৃক্ষরোপণ কার্যক্রম গ্রহণ করা হয়।কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পিকেএসএফ-এর উপ ব্যবস্থাপনা পরিচালক ড. ফজলে রাব্বি ছাদেক আহমাদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিএফ-এর নির্বাহী পরিচালক মোঃ লুৎফর রহমান এবং আটুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আবু সালেহ বাবু।এছাড়াও উপস্থিত ছিলেন প্রকল্পের সমন্বয়কারী মাসুদুল হক, সহকারী সমন্বয়কারী আল ইমরান সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। উক্ত কর্মসূচিতে সার্বিক সহযোগিতা প্রদান করেন। আটুলিয়া পরিবেশ উন্নয়ন ক্লাব এছাড়া বৃক্ষ রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবেন মহেন্দ্র মৎস্য আড়ত সমবায় সমিতি এই প্রকল্পের আওতায় ৭টি শিক্ষা প্রতিষ্ঠান ও ৫ কিলোমিটার সরকারি রাস্তার পাশে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।বক্তারা বলেন,“বৃক্ষরোপণ কেবল প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে না, বরং খাদ্য নিরাপত্তা, পশু খাদ্য এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় এটি একটি কার্যকর উদ্যোগ।”RHL প্রকল্পের মাধ্যমে উপকূলীয় অঞ্চলের জনগণ ইতোমধ্যে কৃষি, হাঁস-মুরগি ও গবাদিপশু পালন, মৎস্য চাষ এবং বৃক্ষরোপণসহ বিভিন্ন জীবিকা নির্ভর দক্ষতা অর্জন করছেন।এই উদ্যোগ তাদেরকে আরও আত্মনির্ভরশীল করে তুলছে এবং পরিবেশবান্ধব টেকসই জীবনযাত্রার দিকে এগিয়ে নিচ্ছে।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply