এম কামরুজ্জামান,শ্যামনগর প্রতিনিধিঃ
সাতক্ষীরা’র শ্যামনগরে উপজেলা মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ ডিসেম্বর(সোমবার) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন এর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির মুল্যায়নসহ কৈখালী সীমান্ত দিয়ে চোরাকারবারিরা যাতে মাদক সহ অবৈধভাবে ভারত থেকে কোন কিছু আনতে না পারে এসব বিষয়গুলো গুরুত্ব পায়। সভায় উপস্থিত ব্যক্তিগন সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক দাবি করা হয়।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর পাউখালী ক্যাম্পের মেজর ইশতিয়াক,শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর মোল্যা, ইউএইচএফপিও ডাঃ জিয়াউর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান,সেক্রেটারী গোলাম মোস্তফা, উপজেলা বিএনপি সেক্রেটারী সোলায়মান কবীর,গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম, ইশ্বরীপুর ইউপি চেয়ারম্যান জি,এম, শোকর আলী, প্রেস ক্লাব সভাপতি সামিউল আযম মনির,বিজিবি, নৌ-পুলিশ বন বিভাগ সহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply