,

শ্যামনগরে এনজিএফের উদ্যোগে ২১০০ উপকার ভোগীর মাঝে চারা গাছ বিতরণ

আব্দুর রশিদ( ঈশ্বরীপুর) শ্যামনগর প্রতিনিধিঃ
জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং টেকসই জীবিকার উন্নয়নের লক্ষ্যে নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশন (এনজিএফ) বাস্তবায়িত RHL প্রকল্পের আওতায় শ্যামনগর উপজেলার বিভিন্ন অঞ্চলের ২১০০ জন উপকারভোগীর মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।

প্রত্যেক উপকারভোগীকে পাঁচ প্রকারের চারা—নিম, নারিকেল, কদবেল, সফেদা ও পেয়ারা—প্রদান করা হয়। এই উদ্যোগের মাধ্যমে উপকূলীয় অঞ্চলের পরিবেশগত ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং গ্রামীণ জনগণের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্য পূরণে সহায়তা করা হচ্ছে।

চারা বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন প্রকল্পের সমন্বয়কারী জনাব মাসুদুল হক সবুজ, টেকনিক্যাল অফিসারসহ অন্যান্য কমিউনিটি মোবিলাইজেশন অফিসারবৃন্দ। এছাড়াও, সঠিকভাবে চারা রোপণ ও রক্ষণাবেক্ষণ পদ্ধতি সম্পর্কে উপকারভোগীদের হাতে-কলমে দিকনির্দেশনা দেন মো: অয়েজ কুরুনী (কমিউনিটি মোবিলাইজেশন অফিসার – ফরেস্ট্রি)।

গাছের আঙিনাভিত্তিক রোপণ ও পরিচর্যার মাধ্যমে ভবিষ্যতে এই চারা উপকূলীয় অঞ্চলে পরিবেশগত ভারসাম্য রক্ষা, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, এবং দীর্ঘমেয়াদে অর্থনৈতিকভাবে উপকারভোগীদের স্বাবলম্বী হতে সহায়তা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন কর্মকর্তারা।

এই কার্যক্রমটিকে স্থানীয় বাসিন্দারা অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেছেন এবং এটি উপকূলীয় এলাকার জন্য একটি সবুজ ও টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *