,

শ্যামনগরে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা

এম কামরুজ্জামান,শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃসাতক্ষীরা’র শ্যামনগরে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৭ মার্চ সোমবার বিকাল ৪ টায় শ্যামনগর বাসস্টান্ডে
আমরা ইউনিয়ন বাসীর আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩নং শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের বারবার নবনির্বাচিত চেয়ারম্যান,সাতক্ষীরা নারী ও শিশু দমন ট্রাইব্যুনালের পিপি ও উপজেলা আ’লীগের সহ-সভাপতি এ্যাডঃ জহুরুল হায়দার বাবু।
নবনির্বাচিত চেয়ারম্যান জহুরুল হায়দার বাবু তার বক্তব্যে বলেন ১৯৭১ সালের এই দিনে মুক্তিকামী বাঙালি জাতিকে মুক্তির বাণী শুনিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান৷ ৭ই মার্চের সেই ভাষণেরই সফল পরিণতি স্বাধীন বাংলাদেশ৷ ৪৭ বছরেও ১৮ মিনিটের সেই ভাষণের আবেদন এতটুকু কমেনি৷
বঙ্গবন্ধুর এই ভাষণ অনেক ভাষায় অনুবাদ হয়েছে৷ গবেষণা হয়েছে৷ পাঠ্যপুস্তকেও ঠাঁই পেয়েছে৷ বঙ্গবন্ধুর ঐতিহাসিক এ ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক বিষয়ক সংস্থা ইউনেস্কো৷
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ মজিবর রহমান, নওয়াবেকী কলেজের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদে লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মোশারফ মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল, প্রভাষক অলিউর রহমান, নুরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা বাবু, ভুরুলিয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন সানা, সদর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য ও আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাবেক ছাত্রলীগ নেতা আব্দুস সালাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *