,

শ্যামনগরে কাশিমাড়ী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় কোভিড ১৯ সচেতনতা আলোচনা সভা

পিযুষ বাউলিয়া পিন্টু শ্যামনগর থেকে: শ্যামনগরের জলবায়ু পরিষদের উদ্যোগে কাশিমাড়ী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় কোভিড১৯ করোনাকালীন সময়ে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকাল চারটায় কোভিড ১৯ নারীর প্রতি সহিংসতা আলোচনা সভায় উপস্থিত ছিলেন কাশিমাড়ী ইউনিয়ন এর প্যানেল চেয়ারম্যান নারী ইউপি সদস্য রওশান আরা বিধি, জলবায়ু পরিষদের ভলেন্টিয়ার্স মাকসুদুর রহমান মিলনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভলেন্টিয়ার বেলাল হোসেন, আব্দুর রহমান, মিলন, শিরিন আক্তার প্রমূখ। দ্বিতীয় পর্যায়ে করোনা কালীন সময়ে সচেতনতার লক্ষ্যে আলোচনা সভা থেকে লিফলেট বিতরণকালে আলোচকরা বলেন করোনা একমাত্র সচেতনতাই হচ্ছে করো না জয়ের একমাত্র পথ। সেক্ষেত্রে আমাদের সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, দুই ঘন্টা পর পর হাত ধৌত করতে হবে ,ও নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাফেরা করতে হবে ‌ সব সময় মাক্স ব্যবহার করতে হবে। এছাড়া নারীর প্রতি সহিংসতা রোধে বাল্যবিবাহ সামাজিক ব্যাধি হিসেবে আলোচনায় উঠে আসে। নারীর প্রতি সহিংসতা পারিবারিক নির্যাতনের গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন মাকসুদুর রহমান মিলন বলেন করোনাকালীন সময়ে পারিবারিক সহিংসতা বেড়ে চলেছে। বাল্যবিবাহ নারী নির্যাতন তালাক বিভিন্ন অসামাজিক কার্যকলাপ তৈরি হচ্ছে এ ধরনের কোন ঘটনা ঘটে থাকে , আমাদের লিফলেটে জরুরী তথ্য দেওয়া আছে শ্যামনগর জলবায়ু পরিষদে আপনারা জানাবেন। প্যানেল চেয়ারম্যান রওশান আরা বিথি বলেন পারিবারিক সহিংসতা রোধে আমাদের এগিয়ে আসতে হবে । এখানে যে সকল তরুণরা উপস্থিত হয়েছেন , যেখানে এ ধরনের ঘটনা ঘটে আপনারা প্রতিবাদ করবেন আমরা জলবায়ূ পরিষদ থেকে তার পাশে যাব যতদূর সম্ভব আপস-মীমাংসার মাধ্যমে সহিংসতা রোধ করার চেষ্টা করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *