এম,কামরুজ্জামান,শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃসাতক্ষীরা’র শ্যামনগরে কোভিট-১৯ ভ্যাকসিন গণ টিকা দিতে গিয়ে পুরুষ কতৃক নারীরা লাঞ্চিত হওযার ঘটনায় তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের দাবিতে দক্ষিণ কদমতলা গ্রামের মৃত আবুবক্কার গাজীর ছেলে মুজিবর রহমান গাজী উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা বরাবর অভিযোগ করেছে।
অভিযোগ সুত্রে উল্লেখ করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর নিদের্শে দেশ ব্যাপী গণ টিকা অব্যাহত রয়েছে।তারই ধারাবাহিকতায় ১০ নভেম্বর বুধবার উপজেলার মুনসীগঞ্জ ইউনিয়নের পূর্ব কালিনগর কমিউনিটি ক্লিনিকে গণটিকা চলছিল।
এ সময় ১ নং ওয়াডের ইউপি সদস্য আকবর আলী পাড় ও ৪ নং ওয়াডের ইউপি ফজলুল হক ৪ থেকে ৫শত লোকের আইডি কার্ড জমা নিয়ে অর্থ ব্যানিজের মাধ্যমে টিকা প্রদান করছে।
এ ছাড়া পরিবেশ নিয়ন্ত্রনে তারা ব্যর্থ হয়েছে। পুরুষ কর্তৃক নারীরা লাঞ্চিত হয়েছে এবং অনেকে টিকা নিতে না পেরে চলে গেছে।তবে ইউপি সদস্য ফজলুল হক ও আকবর আলী পাড় প্রতিবেদকে বলেন তাদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করছে।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply