সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা সদরে কোভিড-১৯ টিকি কেন্দ্রে চরম অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে টিকা নিতে আসা মানুষ চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টার দিকে টিকা দান কেন্দ্রে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরে জমিনে পরিদর্শন করে। টিকা নিতে আসা আগ্রহী ব্যক্তিরা তাদের ক্ষোভের কথা জানান। পরিদর্শন শেষে উপজেলা পরিষদ চেয়ারম্যান জানান, ভারী বর্ষনে টিকা কেন্দ্রে জলবদ্ধতা সৃষ্টিতে বর্তমানে হাটু পানি। মানুষের দাড়াবার কোন পরিবেশ নাই। বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অজয় কুমার সাহাকে বারবার অবহিত করা হয়েছে। কিন্তু কে শোনে কার কথা। তিনি বিষয়টিকে আমলে না নিয়ে চরম অব্যবস্থাপনার মধ্যে টিকা কার্যক্রম অব্যহত রাখেন। টিকা কেন্দ্রের মাঠে মানুষের অবর্ননীয় কষ্টের কোন তোয়াক্কা না করে স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা অজয় কুমার সাহা নিজের গোড়ামি ও খাম খেয়ালী পনা প্রাধান্য দিয়ে নিজের সিদ্ধান্তে অটল থাকেন। তাছাড়াও দূর-দূরান্ত থেকে আসা টিকা গ্রহণকারীরা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মীদের উপরেও অভিযোগ তোলেন। তারা জানান সিরিয়ালের নামে মানুষের সাথে হয়রানি সহ খারাপ ব্যবহার করেন তারা। উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন আরও জানান, প্রধান মন্ত্রী শেখ হাসিনা কোভিড-১৯ মোকাবেলায় দেশের মানুষকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। কিন্তু স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাঃ অজয় কুমার সাহা টিকা কেন্দ্রের নিজের গোড়ামীর জন্য দেশের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠেছে। টিকা নিতে আসা গাবুরা গ্রামের গোলাম রব্বানী, মুন্সিগঞ্জ গ্রামের কমলা রানী, বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালী গ্রামের আব্দুল ওহাব সহ অনেকেই বলেন, টিকা কেন্দ্রের মাঠে পানিতে ভরপুর। দাঁড়াবার কোন সুযোগ নাই। তারপরও মানুষের অতিকষ্ঠে পানির মধ্যে দাড়িয়ে টিকা নিতে হচ্ছে। বিষয়টি নিয়ে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ অজয় কুমার সাহাকে বারাবার ফোন করেও পাওয়া যায়নি।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply