এম কামরুজ্জামান,শ্যামনগর প্রতিনিধিঃ
সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুনের সাথে
গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২০ নভেম্বর সকাল ১০টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি হিসাবে মতবিনিময় করেন নব যোগদানকৃত উপজেলা নিবার্হী অফিসার মোছাঃ রনী খাতুন।
তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ মধ্যে সবচেয়ে সবচেয়ে বড় উপজেলা শ্যামনগর। তাই এই উপজেলার উন্নয়ন কাজে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। যে কোন বিষয় আপনার আমার পাশে থেকে কাজ করবেন এটা আমি বিশ্বাস করি। গত ৫ আগষ্ট বৈষম্য ছাত্র-জনতার আন্দোলনে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি সেটাকে নতুন করে সাজাতে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করি। আমরা ভুলের ঊর্ধ্বে কেউ নই। তাই পূর্বের ভুলগুলো যাতে আমরা না করি সেদিকে আপনারা খেয়াল রেখে আমাকে সহযোগিতা করবেন যাতে করে আমি সুন্দরভাবে উপজেলাকে উন্নয়নের দ্বারপ্রান্ত নিয়ে যেতে পারে।
আরো বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার জাকির হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শাকিল হোসেন, মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার,শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক সামিউল ইমাম আযম (মনির) উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক শেখ মাহমুদুল ফিরোজ বাবলু, সুন্দরবন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ওসমান গনি সোহাগ, উপকূল প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম,সীমান্ত প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্রাহার লিংকন, সাংবাদিক এস কে সিরাজ,শেখ আফজালুর রহমান,আবু সাঈদ,রনজিৎ বর্মন,আনিস সুমন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন,বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম মোস্তফা কামাল, অনলাইন নিউজ ক্লাবের সাবেক সভাপতি মারুফ হোসেন (মিলন) সুন্দরবন প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিএম মাছুম বিল্লাহ,সীমান্ত প্রেসক্লাবের সভাপতি মোঃ নুরুন্নবী (ইমন)সহ উপজেলা প্রেসক্লাব,রিপোর্টার্স ক্লাব, অনলাইন নিউজ প্রেসক্লাব,সুন্দরবন প্রেসক্লাব, উপকূল প্রেসক্লাব, সীমান্ত প্রেসক্লাবের সকল পর্যায়ে সাংবাদিকবৃন্দ।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply