,

শ্যামনগরে জাল টাকা সহ জামাই শশুর আটক

এম কামরুজ্জামান,শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃসাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটি গ্রামের আনছার আলী গাজী ছেলের মোঃ রবিউল ইসলাম বাড়ি থেকে সোমবার ১৫ জানুয়ারি রাত ৭ টার দিকে ভেড়া বিক্রয়ের সময় ৪,৫০০ শত জাল টাকা সহ জামাই শশুর দুই জনকে এলাকা বাসী আটক করে।
আটককৃতরা হলেন, শ্যামনগর সদর ইউনিয়নের বাদঘাটা গ্রামের মৃত ইমাম আলী গাজীর ছেলে মোঃ মুনছুর আলী গাজী(৪৮) কালিগঞ্জ উপজেলার বাজার গ্রামের মৃত আকরাম হোসেনের ছেলে মোঃ মিজানুর রহমান (২৮)।
ভুক্তভোগী রবিউল ইসলাম জানান, মুনছুর গাজী দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় মহিলাদেরকে কনভেন্স করে জার্মানি ওষুধ বিক্রি করে। এমনকি ছাগল ভেড়া কেনাবেচা করে অসহায় মহিলাদের কাছে জাল টাকা দিয়ে প্রতারণা করে যাচ্ছে। গত রবিবার আমার স্ত্রীর কাছ থেকে একটি ছাগল করাই করে এক হাজার টাকা বাকি রেখে চলে যায়। পরবর্তীতে আরেকটি ভেড়া নেবে বলে ১০০০ টাকা জাল দিয়ে চলে যায়।
তিনি আরো বলেন, আমরা স্ত্রী সরল সহজ হওয়ায় টাকাটি নিয়ে ঘরে রেখে দেয়। সোমবার দিন সকালে ভাইপোকে ১০০০ টাকা দিয়ে বাজারে পাঠায়। বাজারে দোকানদার টাকাটি জাল বলে নষ্ট করে দেয়।তখন আমার স্ত্রী ঘটনাটি আমাকে জানাই।জাল টাকা ব্যবসায়ী মনসুর ও জামাই মিজানুর রহমান সোমবারে ভেড়া নিতে আবার আসবে। তখন আমি বিষয়টি এলাকাবাসীর কে জানাই। সোমবার সন্ধ্যার সময় মনসুর ও জামাই মিজানুরকে নিয়ে একটি মোটরসাইকেল যোগে আমরা বাসায় আসে। ভেড়াটি নিয়ে টাকা দেওয়ার সময় টাকা যাচাই-বাছাই করতে গেলে জাল টাকা পাওয়া যায় তখন এলাকাবাসী নগদ টাকা ও মোটরসাইকেল সহ দুই জনকে আটক করে ইউপি চেয়ারম্যান এ্যাডঃ শোকর আলীকে ঘটনাটি জানাই। তাৎক্ষণিক ইউপি চেয়ারম্যান ঘটনাস্থলে উপস্থিত হন। সবকিছু শুনে বুঝে তার কাছে একটি মানিব্যাগ উদ্ধার করে মানিব্যাগের ভিতরেও জাল টাকা পাওয়া যায়।এ বিষয়ে ইউ পি চেয়ারম্যান শোকর আলীর জানতে চাইলে তিনি বলেন আমি ঘটনাটি শোনার সাথে সাথে ঘটনাস্থলে যেয়ে তাদেরকে জনতার হাত থেকে রক্ষা করে শ্যামনগর থানা অফিসার ইনচার্জকে ঘটনাটি জানাই। তাৎক্ষণিক ঘটনাস্থলে থানার এসআই পিংকু মন্ডল সহ একটি চৌকস দল ঘটনাস্থলে এসে জাল টাকা ও মোটর সাইকেলটি সহ দুই জনকে থানায় নিয়ে যায়।
অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আসামিদেরকে সাতক্ষীরা কোটের মাধ্যমে জেলা যাতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *