এম আব্দুর রহমান বাবু বিশেষ প্রতিনিধি:শ্যামনগর এলাকাজুড়ে গত ইং ২৭ মে শুক্রবার দুপুর দেড় টায় পবিত্র জুম্মার নামাজ সময়ে উপজেলায় বিভিন্ন ইউনিয়ন সহ সবচেয়ে বেশি ঈশ্বরীপুর ইউনিয়নের খাগড়াঘাট গ্রামের উপর দিয়ে আকস্মিক ঘূর্ণিঝড় টর্নেডো হওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন সাতক্ষীরা ৪ আসনের মাননীয় সংসদ সদস্য এস,এম, জগলুল হায়দার এমপি।
খাগড়াঘাট এলাকাবাসী জানান, গ্রামের ১০০ মিটার এলাকা জুড়ে হঠাৎ টর্নেডো ও শীলা বৃষ্টি বয়ে যাওয়ায় গ্রামের নির্দিষ্ট একটি এলাকা জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। গ্রামের প্রায় ৩৫-৪০ টি বসতঘর, বিভিন্ন সামাজিক ও প্রতিষ্ঠান, ক্লাবঘর সহ বাড়িঘরের প্রচুর ক্ষতি সাধিত হয়েছে। খবরটি শোনা মাত্রই বিকাল ৫ টায় ঘটনাস্থল পরিদর্শন করেন সাতক্ষীরা-৪ শ্যামনগর ও কালীগঞ্জ (আংশিক) আসনের মাননীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার এমপি ।তিনি ঘটনাস্থল পরিদর্শন শেষে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন এবং বসতি এলাকায় মানুষের বসবাসের জন্য খাল পারাপারের বাসের সাঁকোটি স্থায়ী ব্রীজ করার ঘোষণা দেন।
এ সময় উপস্থিত ছিলেন, ৮নং ঈশ্বরীপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান এ্যাডঃ জি, এম শুকর আলি, আরো উপস্থিত ছিলেন এমপি মহোদয় এর সফরসঙ্গী , শ্যামনগর সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি,এম, আকবর কবীর,
শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সদস্য রামকৃষ্ণ মন্ডল।বাংলাদেশ ছাত্রলীগ শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজের সাবেক সভাপতি – ঐমো: আব্দুস সবুর , শ্যামনগর সরকারি মহাসিন ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী ফয়সাল হায়দার, শ্যামনগর মোটর শ্রমিকের সভাপতি সাবের হোসেন মিস্ত্রী, স্বরূপ টিমের সদস্য জান্নাতুল নাঈম প্রমূখ।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply