এম কামরুজ্জামান,শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃসাতক্ষীরা’র শ্যামনগর উপজেলা আটুলিয়া ইউনিয়নের বয়ারসিংহ গ্রামের দীর্ঘদিনের ভোগ দখলিও সম্পত্তি জবর দখল করার চেষ্টায় মোঃ সিরাজুল ইসলামের স্ত্রী মোছাঃ রোজিনা খাতুন বাদী হয়ে ৬ জনকে আসামি করে সাতক্ষীরা বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে গত ১২ নভেম্বর ২৩৭৩/২৩ নাম্বার মামলা করেছে।
অভিযোগ সূত্র জানা যায়, একই গ্রামের মৃত বসন্ত কুমার বিশ্বাসের ছেলে ব্রতদীপ কুমার বিশ্বাস (খোকা) মৃত শিবপদ কুমার মন্ডলের রাম প্রসাদ মন্ডল দিং রা পর সম্পদ লোভী, মামলা বাজ, লাঠিয়াল বাহিনী, অমান্যকারী একদলীয় ব্যক্তি হইতেছে।বাদীর স্বামীর সাথে বিবাদীর সাথে দীর্ঘদিন ধরে জমি জায়গা সংক্রান্ত বিরোধ চলছে।বিবাদী আরো বলেন, আমারদের পারিবারিক জমিতে দীর্ঘদিন ধরে দুই রুম বিশিষ্ট দোকান করে শান্তিপূর্ণ ভাবে দখল করে আসছি। এমনত অবস্থায় দেবব্রত কুমার বিশ্বাসের স্ত্রী শিবানী রানী জমির মালিকানা দাবি করে হিন্দু সম্প্রদায়ের পরিচয় জবর দখল করার চেষ্টা করে। আমরা শান্তি প্রিয় ও কলহ মুক্ত জীবন যাপন করি আমার স্বামী একজন গভমেন্ট সার্ভিস করে। অন্যথায় শ্যামনগর উপজেলার হিন্দু বৈদ্ধ খ্রিস্টান পরিষদের নেতাদেরকে ভুল বুঝিয়ে আমার শান্তিপূর্ণ ভোগ দখলীয় জায়গা দখল নেওয়ার চেষ্টা করে। আমাদের পারিবারিক সূত্র ওই জায়গার উপর মামলা চলমান আছে। কিন্তু সম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য একটি মহল তাদেরকে নেতৃত্ব দিয়ে জোরপূর্বক জায়গা দখল নেমে এবং মিথ্যা মামলা আমার সন্তান কলেজ পড়ুয়া ছেলেকে হত্যা সহ বিভিন্ন মামলা মোকদ্দমা হুমকি দিচ্ছে।তিনি আরো বলেন আমার স্বামী ও ছেলের বিরুদ্ধে শিবানী রানীর মত ভদ্রমহিলা যে হুমকি ধামকি,অশ্লীল কথাবার্তা সহ জীবন নাশের হুমকির বিষয়ে যে কথা বলেছে এটা সত্য নয়। এমন কথা তাদের বলা ঠিক হয়নি। তাদের সাথে আমাদের জমি নিয়ে যে বিরোধ চলছে, আমরা কোর্টে মামলা করেছি কোট যে সিদ্ধান্ত দিবে আমরা সেটা মেনে নিতে বাধ্য হব। জমির কাগজপত্র দেখে যদি আমরা না পাই তাহলে আমরা নিব না। এমনত অবস্থায় আমাদের দাবি যাহাতে আমাদের জায়গাটিতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি তার জন্য আপনাদের পত্রিকা প্রকাশের মাধ্যমে উদ্বোধন কর্তৃপক্ষ দৃষ্টি কামনা করছি।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply