,

শ্যামনগরে দুর্গাবাটি ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন এমপি জগলুল হায়দার

এম আব্দুর রহমান বাবু,বিশেষ প্রতিনিধি:শ্যামনগর উপকূলীয় খোলপটুয়া নদী সংলগ্ন বুড়িগোয়ালিনী ইউনিয়নের দূর্গাবাটি গ্রামের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস,এম, জগলুল হায়দার এমপি । এর আগে গত দুই দিন আগে পানি উন্নয়ন বোর্ডের ওয়াবদার ভেড়িবাঁধে ভাঙ্গন কবলিত এলাকায় ভয়াবহ ভাঙ্গনে অনতত ১০ গ্রামের মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। ১০ হাজার বিঘা মৎস্য ঘের পানিতে তলিয়ে রয়েছে। বতর্মান সেখানে ব্যাপক সুপেয় পানি ও খাবারের সংকট দেখা দিয়েছে।গত ইং ১৬ জুলাই শনিবার বিকেল ৫ টায় ভাঙ্গন কবলিত স্থানে পৌঁছান এমপি জগলুল হায়দার এসময় তিনি উপস্থিত জনগণের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, অতি দ্রুত সময়ের মধ্যে সরকার নদীরক্ষা বাঁধটি পুনঃ নির্মাণ করবেন।সরকারের পক্ষ থেকে আপনাদের সব ধরনের সাহায্য ও সহযোগিতা করা হবে।আপনারা মনোবল হারাবেন না। আমরা উপকূলের মানুষ নানান প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলা করে আজ পর্যন্ত টিকে আছি।আপনারা আবারো আগের মতো স্বাভাবিক জীবনে ফিরে আসবেন সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করি। আমি মহান জাতীয় সংসদে গিয়ে ভাঙ্গন কবলিত এলাকার বিষয় মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করবো যাতে করে অতি দ্রুত সময়ের মধ্যে অত্র অঞ্চলের একটি টিকসই ভেড়িবাঁধ নির্মাণ হয় সেজন্য।
এসময় উপস্থিত ছিলেন নীলডুমুর ১৭ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল হাসান হাফিজুল হক,শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন, নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক শাহ খালিদ ইমাম, শ্যামনগর প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীর,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম, বুড়িগোয়ালিনি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাবু ভবোতোষ কুমার ও বতর্মান চেয়ারম্যান হাজি নজরুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *