শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগরে শারদীয় দুর্গাপূজায় ৭০টি মন্দির পেলো তারেক রহমানের আর্থিক প্রণোদনা।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১ টায় নকিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ বিতরণ কর্মসূচি আয়োজন করে শ্যামনগর উপজেলা ও পৌর বিএনপি।
মন্দিরের আয়োজকদের হাতে এসব আর্থিক উৎসব প্রণোদনা তুলে দেন সাতক্ষীরা-৪ আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক ড. মনিরুজ্জামান মনির।
এসময় উপজেলার ৭০টি মন্দিরে দায়িত্বে থাকা মন্দির কমিটির সভাপতি-সম্পাদকেরা প্রণোদনা গ্রহণ করেন। এসময় উপজেলার বিভিন্ন দুর্গম ইউনিয়নের মন্দির থেকে সনাতন ধর্মাবলম্বীরা অনুষ্ঠানে যোগ দেন।
এসময় শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সোলাইমান কবির, সাবেক সিনিয়র সহ-সভাপতি ও ভূরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জি.এম লিয়াকত আলী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ বিশ্বাস, সিনিয়র সহ-সভাপতি কৃষ্ণনন্দ মুখার্জি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিষ্ণুপদ মন্ডল, সাধারণ সম্পাদক কিরণ শংকর চ্যাটার্জী, শ্যামনগর উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব ও নূরনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম আলমগীর, শ্যামনগর পৌর বিএনপি’র সাবেক আহবায়ক ও শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ লিয়াকত আলী বাবু, সদস্য সচিব শামসুদ্দোহা টুটুল,বাংলাদেশ হিন্দু পরিষদের শ্যামনগর উপজেলার শাখার আহবায়ক অনাথ মন্ডল, বাংলাদেশ পূজা উদযাপন ফন্ট শ্যামনগর উপজেলা শাখার আহবায়ক দেবব্রত ব্যানার্জী, পৌর আহবায়ক বাবুলাল মন্ডলসহ বিএনপি এবং পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ পর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply