আব্দুল আহাদ, নিজস্ব প্রতিনিধিঃ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীতে নবপল্লব প্রকল্প কর্ডএইডের আয়োজনে ৬৪ জন উপকার মাঝে বসতবাড়ির পুকুরে মাছ চাষের উপকরণ বিতরণ করা হয়।
বাংলাদেশে সমৃদ্ধ ও পারদর্শী জীবন ও জীবিকার প্রতি প্রকৃতি ভিত্তিক অভিযোজন, নবপল্লব প্রকল্পের উপকারভোগীদের জন্য ২১ শে সেপ্টেম্বর রবিবার সকাল ১১ টায় শ্যামনগর উপজেলার ০৯ নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ চত্বরে নবপল্লব প্রকল্প কর্ডএইডের আয়োজনে ৬৪ জন উপকারভোগী মাঝে বসতবাড়ির পুকুরে মাছ চাষের উপকরণ বিতরণ করা হয়।
বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম
উপস্থিত থেকে এ উপকরণ বিতরণ করেন। সময়ে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউ পি সচিব মোঃ রিয়াজুল ইসলাম, ইউ/পি সদস্য আবিদ হাসান, নবপল্লব প্রকল্প কর্ডএইড এর প্রজেক্ট অফিসার মো হাবিবুর রহমান হাবিব, কমিউনিটি সুপারভাইজার মারুফা খাতুন ও, ওহিদুল ইসলাম ওহিদ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
প্রত্যেক উপকারভোগী যে উপকরন গুলো পেলো।
বসত বাড়ির পুকুরের মাছ চাষের জন্য মাছের খাদ্য ২৫ কেজি, চুন ১০কেজি, চিটা গুড় ১.৫ কেজি, ইউরিয়া ৫০০ গ্রাম, টিএসপি ২৫০ গ্রাম, ইস্ট ৫০গ্রাম, নেটজাল ১বান্ডিল, প্রদর্শনী সাইনবোর্ড একটি।
উপকারভোগীরা জানান, উপকূলীয় এলাকায় কৃষিক্ষেত্রে, সহ চাষের নানান দিকে নবপল্লব প্রকল্পের এ সুবিধা আমাদের জন্য সময় উপযোগী একটা সহযোগিতা।
এই সহযোগিতায় সন্তোষজনক মন ভাব প্রকাশ করেন উপকারভোগীরা।।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply