এম কামরুজ্জামান,শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ শ্যামনগর উপজেলায় আসন্ন ইউপি নির্বাচনে পঞ্চম ধাপে ৩ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৫ জানুয়ারি। তারই আলোকে ১২ ডিসেম্বর সকাল থেকে উপজেলা নির্বাচন অফিসে তিনটি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী,সাধারণ সদস্য পদপ্রার্থী ও সংরক্ষিত সদস্য প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।যাচাই-বাছাই করেন উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ রবিউল ইসলাম। পঞ্চম ধাপে উপজেলার ১নং ভুরুলিয়া, ৩নং শ্যামনগর ও ৮নং ইশ্বরীপুর ইউনিয়নে আগামী ৫ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন ১নং ভুরুলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জনের মধ্যে যাচাই-বাছাই করে প্রার্থী হিসেবে বৈধতা পেয়েছেন আ’লীগ প্রার্থী এ কে এম জাফরুল আলম বাবু, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মোঃ জয়নুল আবেদিন, স্বতন্ত্র প্রার্থী মাওঃ মোঃ ফারুক হোসাইন,স্বতন্ত্র প্রার্থী মোঃ আজিজুল হক, স্বতন্ত্র প্রার্থী মোঃ মোখলেছুর রহমান। সংরক্ষিত ওয়ার্ড সদস্য-১৯ জন ও সাধারণ ওয়ার্ড সদস্য-৫৩ জন। ৩নং শ্যামনগর সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫জন। তারমধ্যে বৈধতা পেয়েছেন, আ’লীগ প্রার্থী এস এম জহরুল হায়দার বাবু,স্বতন্ত্র প্রার্থী শেখ লিয়াকত আলী বাবু,স্বতন্ত্র প্রার্থী স ম আব্দুস সাত্তার,স্বতন্ত্র প্রার্থী মাসুদুল আলম দোহা।সংরক্ষিত ওয়ার্ড সদস্য-১৬ জন ও সাধারণ ওয়ার্ড সদস্য-৪৬ জন। ৮নং ঈশ্বরীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন। তারমধ্যে বৈধতা পেয়েছেন, আ’লীগ প্রার্থী জি এম শোকর আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী আবু বকর সিদ্দিক,স্বতন্ত্র প্রার্থী জি এম সাদেকুর রহমান।সংরক্ষিত ওয়ার্ড সদস্য-১৩ জন ও সাধারণ ওয়ার্ড সদস্য-৪৪ জন। এছাড়া দুই জন প্রার্থীকে কাগজপত্র ত্রুটি থাকায় প্রার্থী পথ বাতিল ঘোষণা করা হয়েছে। তারা হলেন ৩নং শ্যামনগর সদর ইউনিয়নের জাতীয় পার্টির প্রার্থী কমলা রানী মন্ডলকে ফৌজদারি মামলায় তিন বছরের সাজা কারণে তার প্রার্থীতা বাতিল হয়। ভূরুলিয়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী জিএম লিয়াকত আলীর স্ত্রীর নামে ডিলার ডিলার লাইসেস ও ঋণখেলাপি থাকার কারণে প্রার্থী বাতিল ঘোষণা করা হয়। নির্বাচনী তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৯ ডিসেম্বর, প্রতিক বরাদ্দ ২০ ডিসেম্বর ও নির্বাচন ৫ জানুয়ারি ২০২২।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply