আব্দুল আহাদ,নিজস্ব প্রতিনিধিঃশ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে পারফরমেন্স বেজড গ্রান্ড ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম এসইডিপির পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবার ৩০ জুলাই সকালে নূর মোহাম্মদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মহদয়ের সভাপতিত্বে এবং ছিলেন জনাব মিনা হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানটি আনুষ্ঠানিক ভাবে শুরু হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতায় ২০২২-২০২৩ সালের বোর্ড সেরা এসএসসি, দাখিল, ভোকেশনাল, এইচএসসি,আলিম,কারিগরি ৪০ জন শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র ক্রেষ্ট বিতরণ করা হয়। পূর্বে প্রত্যেক শিক্ষার্থীর হিসাব নম্বরে এসএসসি বা সমমান পর্যায়ের ১০ হাজার টাকা ও এইচএসসি বা সমমান পর্যায়ের ২৫ হাজার টাকা এককালিন শিক্ষাবৃত্তি হিসাবে প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে পুরস্কার বিতরণ এবং প্রধান অতিথির বক্তব্য সহ ক্রেষ্ট ও সনদপত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ রণী খাতুন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার মুহাঃ আবুল খায়ের, জেলা শিক্ষা অফিসের উপজেলা একাডেমিক সুপারভাইজার আ.ন.ম নাজমুল উলা।
অত্র অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরও বক্তব্য রাখেন উপজেলার মুন্সিগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোস্তফা আব্দুল হামিদ, সামিউল আযম মনির সভাপতি শ্যামনগর উপজেলা প্রেসক্লাব, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান মিঠু, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জী, নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান, অভিভাবক তাপস মন্ডল, সন্তোষ কুমার বৈদ্য প্রমুখ।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply