এম কামরুজ্জামান,শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ“জলবায়ু সহনশীল কমিউনিটি তৈরি”প্রোমোটিং ক্লাইমেট রেজিলিয়েন্স কমিউনিটিস ইন বাংলাদেশ (পিসিআরসিবি ফেইজ-২) প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৬ অক্টোবর সকাল ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে খ্রিষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) এর আয়োজনে বিশ্বের জন্য রুটি, জার্মানি অর্থায়নে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন।অনুষ্ঠিন শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, হাফেজ মোঃ রেজাউল ইসলাম, গীতা পাঠ করেন ধর্মীয় নেতা সুপদ কুমার আউলিয়া।স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের মহিলা ভাইস খালেদা আইয়ুব ডলি।প্রকল্পের মূল কার্যক্রম উপস্থাপন করেন, সিসিডিপি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সুজন বিশ্বাস। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সিসিভিপি প্রকল্পের মাঠ সংগঠক জগদীশ সরদার।
বিশেষ অতিথির বক্তব্য উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদ-উজ-জামান সাইদ,
উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান,সিপিপির সহকারী পরিচালক মুন্সি নুর মোহাম্মদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুব্রত কুমার বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুর ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম কামরুজ্জামান,উপজেলা এনজিও সমন্বয় কমিটির সভাপতি ও রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল-ইমরান, সুন্দরবন প্রেসক্লাবের(ভারপ্রাপ্ত)সভাপতি মোঃ বিল্লাল হোসেন প্রমুখ।এ সময় আরো উপস্থিত ছিলেন,পিসিআরসিবি’র প্রকল্পের হিসাবরক্ষণ কর্মকর্তা ন্যান্সি বিশ্বাস, মাঠ সংগঠক দিল আফরোজ,এনগেজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলীমা রানী,স্টেপ এ্যান্ড বিল্ডইন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার এস এম মনোয়ার হোসেন সহ সাংবাদিক, সরকারী বেসরকারী কর্মকর্তাবৃন্দ।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply