এম কামরুজ্জামান,শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা’র শ্যামনগরের পোড়াকাটলা দ্বীপায়ন হাইস্কুলের কমিটির বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১৯ এপ্রিল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে লিখিত সংবাদ সম্মেলনে বক্তব্য প্রদান করেন-পোড়াকাটলা গ্রামের শতীষ চন্দ্র বিশ্বাসের পুত্র বিদ্যালয়ের ভূমিদাতা ব্রজেন্দ্র নাথ বিশ্বাস(৬৮)।
তিনি তার বক্তব্যে বলেন-বুড়িগোয়ালিনী ইউনিয়নে “পোড়াকাটলা দ্বীপায়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়” অবস্থিত। বিদ্যালয়টি ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনঙ্গ কুমার মন্ডল দায়িত্বে নিয়োজিত আছেন। “পোড়াকাটলা দ্বিপায়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়” এডহক কমিটির মেয়াদ ইতিপূর্বে শেষ হয়েছে । পুনরায় কমিটি গঠনের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। বিদ্যালয়ের পুন: সভাপতি মনোয়ন সংক্রান্ত কার্যক্রম প্রক্রিয়াধীন থাকাবস্থায় প্রধান শিক্ষক কর্তৃক বিদ্যালয়ের অভিভাবক সদস্য সহ ভূমিদাতার নিকট হইতে গত ২৮ মার্চ তারিখ বেলা আনু: ৩.০০ ঘটিকার সময় স্কুলের অফিস রুমে কয়েকটি কাগজে স্বাক্ষর করে নেয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনঙ্গ কুমার মন্ডল আত্মীয় করনের সুযোগ নিয়ে একটি উদ্দেশ্যে প্রনোদিত রেজুলেশন প্রস্তুত করত: ঐদিন অর্থাৎ ২৮ মার্চ তারিখ বিকাল ৫.৩০ ঘটিকার সময় তার আপন শ্যালক ডালিম কুমার ঘরামী কে সভাপতি মনোয়নের ঘোষনা প্রদান করে। যাহা বিদ্যালয়ের এডহক কমিটি গঠন পরিপন্থী । পোড়াকাটলা দ্বিপায়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়” এর প্রধান শিক্ষক অনঙ্গ কুমার মন্ডল এই ধরনের আত্মীয় করনের সুযোগ নিয়ে বিদ্যালয়ের সভাপতি মনোনয়ন করায় অভিভাবক সদস্যদের মধ্যে ক্ষোভের সঞ্চর সৃষ্টি হয়েছে। গঠনতন্ত্রী পরিপন্থী সভাপতি বাতিল করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করা হয়েছে।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply