,

শ্যামনগরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯১তম জন্মবার্ষিকী পালন”

সাতক্ষীরা প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা দোয়া শেষে সেলাই মেশিন বিতারন করা হয়েছে। রবিবার ১১ টায় উপজেলা হল রুমে “সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী”এই প্রতিপাদ্যকে বিবেচ্য করে উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক কার্যলয় ও জাতীয় মহিলা সংস্থা সম্মিলিত আয়োজনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য ও সেলাই মেশিন বিতারন করেন উপজেলা নির্বাহী অফিসার আ,ন,ম আবুজর গেফারি, অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদ-উজ-জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আয়উব ডলি,প্রোগ্রাম অফিসার (ওসিসি) প্রণব বিশ্বাস। বক্তাগণ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর জীবন বৃত্তান্ত নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। আলোচনা শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় ৮জন মহিলার মধ্যে সেলাই মেশিন বিতারন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা জাতীয় মহিলা সংস্থার দায়িত্বরত জেলা কর্মকর্তা মোঃ আনিসুর রহমান মল্লিক।আলোচনা শেষে দোয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব,শেখ কামাল,শেখ জামাল, শেখ রাসেল সহ ১৫ আগষ্ট নিহত সকল শহীদদের আত্মার শান্তি কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন অবদা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওঃ আমিনুর রহমান।
রবিবার দুপুর ২ টায় উপজেলা প্রসশানের আয়োজনে উপজেলা পরিষদ জামে মসজিদে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক স,ম আব্দুর সাত্তার,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক এর উপস্থিতে দোয়া অনুষ্ঠিত হয়েছে। দোয়া পরিচলনা করেন মসজিদের পেশ ইমাম মুফতি আলহজ্ব আব্দুল খালেক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *