,

শ্যামনগরে বনবিভাগের অভিযানে সুন্দরবনের অবৈধ বিভিন কাঠ উদ্ধার

ছবি:ফাইল ফটো

এম কামরুজ্জামান,শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরা’র শ্যামনগরে বন বিভাগ বিশেষ অভিযানে সুন্দরবনের অবৈধ বিভিন্ন জাতের কাট উদ্ধার করেছে। বিভাগর সদস্যরা গোপন সংবাদর ভিত্তিত্ব ২৮ মার্চ (সামবার) সকালে দাতিনাখালী একটি মৎস্যঘর ও কবরস্থানের পাশ থেকে ডোকরা পশুর খুটি গরান কাঠ ও বাইন কাঠ উদ্ধার করে ষ্টাশন নিয় গেছে। বুড়িগায়ালিনী ষ্টাশন কর্মকর্তা ফরষ্টার নুরল আমিন জানান, গোপন সংবাদর ভিত্তিত্ব এফ জি হারুন অর রশিদ সঙ্গীয় ফার্স ও সিপিপির সদস্যরা দাতিনাখালী গ্রামের একটি মৎস্যঘর ও মোড়ল বাড়ীর কবরস্থানের পাশ থেকে ৯০ পিচ গরান, ১৫ পিচ পশুরর খুটি ও ১ পিচ বাইন কাঠ উদ্ধার করে। তিনি আরা জানান, যেহতু সুদরবনর অবৈধ কাঠগুলো কাহারার বাড়িত পাওয়া যায় নাই। বিভিন স্থান থেকে উদ্ধার করা হয়েছে। তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *