শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৪নং নূরনগর ইউনিয়নে বিএনপির উদ্যোগে এক প্রাণবন্ত মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) বিকেল ৪টায় আশালতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই সমাবেশে নারী নেত্রী ও কর্মীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নূরনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান গোলাম আলমগীর। প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাতক্ষীরা–৪ আসনের মনোনয়ন প্রত্যাশী ড. এম মনিরুজ্জামান মনির।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সোলাইমান কবির, সাবেক যুগ্ম আহ্বায়ক জি এম লিয়াকত আলী, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক লিয়াকত আলী বাবু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জি এম সাদেকুর রহমান (সাদেম), পৌর বিএনপির সাবেক সদস্য সচিব শামছুদোহা টুটুল, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ নুরুজ্জামান, উপজেলা শ্রমিক দলের সভাপতি রোকনুজ্জামান (রফিক) এবং পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরিদুজ্জামান প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমান সরকারের দুঃশাসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও গণতন্ত্রহীনতার বিরুদ্ধে নারীদের এগিয়ে আসতে হবে। বিএনপির আন্দোলন-সংগ্রামে নারীদের অংশগ্রহণই আগামী দিনের পরিবর্তনের পথ দেখাবে।
সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাতক্ষীরা–৪ আসনের মনোনয়ন প্রত্যাশী ড.এম মনিরুজ্জামান মনির বলেন, দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার পুনরুদ্ধারে বিএনপি যে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ঘোষণা করেছে, সেটিই হচ্ছে একটি আধুনিক, ন্যায়ভিত্তিক ও জনগণের অংশগ্রহণমূলক রাষ্ট্র গঠনের রূপরেখা। এই দফাগুলো বাস্তবায়িত হলে মানুষ সত্যিকারের স্বাধীনতা ও মর্যাদা ফিরে পাবে।
তিনি আরও বলেন,নারীর শক্তি এখন পরিবর্তনের মূল চালিকা শক্তি। তাই এই আন্দোলনে প্রতিটি নারীকে সক্রিয় ভূমিকা নিতে হবে, কারণ গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে নারীর অংশগ্রহণই হবে সবচেয়ে বড় প্রেরণা।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply