শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল ওয়াহেদ (অবসরপ্রাপ্ত প্রধানশিক্ষক) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিএনপির মনোনয়ন প্রত্যাশায় ব্যর্থ হয়ে মনোনয়ন পত্র প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করছেন।
২ জানুয়ারী (শুক্রবার) শ্যামনগর উপজেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাতক্ষীরা-৪ আসন (শ্যামনগর) তিনি আনুষ্ঠানিক এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, আগামী ১২ ফ্রেব্রুয়ারী ২০২৬ তারিখে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিএনপির চুড়ান্ত মনোনয়ন প্রত্যাশায় মনোনয়ন পত্র দাখিল করলেও দলীয় ভাবে চুড়ান্ত মনোনয়ন প্রাপ্ত হয়ে ড. মনিরুজ্জামান মনির মনোনয়ন পত্র দাখিল করেন।
দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করায় এবং দলের সিদ্ধান্তের প্রতি সম্মান প্রদর্শন করে শ্যামনগর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল ওয়াহেদ মনোনয়ন পত্র প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহন করেন। বিএনপির দলীয় প্রতীক ধানের শীষের প্রার্থী ড. মনিরুজ্জামান মনির কে বিজয়ী করার লক্ষ্যে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply