শ্যামনগর প্রতিনিধি ঃ শ্যামনগর উপজেলায় বুধবার সকালে উপজেলা পরিষদ হল রুমে বিনা উপকেন্দ্র ,সাতক্ষীরা ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,এর বাস্তবায়নে অতিবৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থ কৃষকের পুর্নবাসন করার লক্ষ্যে বিনা উদ্ভাবিত কৃষকের মাঝে লবন সহিষ্ণু আমন ধান বীজ বিনা মূল্যে বিতরণ করা হয়েছে।
আমন ধানের বীজ লবন সহিষ্ণু জাত বিনা-১০ মাথা পিছু ৫ কেজি ও ১০ কেজি করে মোট ৪ শত ক্ষতিগ্রস্থ কৃষকের মধ্যে বিনা মূল্যে ধান বীজ বিতরণ করা হয়।
ধান বীজ বিতরণ অনুষ্ঠানে অনলাইনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিনা ময়মনসিংহের মহাপরিচালক ড.মির্জা মোফাজ্জল ইসলাম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,সাতক্ষীরার উপ-পরিচালক কৃষিবিদ মোঃ নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,খুলনা অঞ্চল খুলনার অতিরিক্ত পরিচালক কৃষিবিদ জি এম এ গফুর, বাংলাদেশ পরমাণু গবেষণা ইনস্টিটিউট বিনা উপকেন্দ্র সাতক্ষীরার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আক্তার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, উপজেলা কৃষি অফিসার এস এম এনামুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল হক,কৃষকবৃন্দ প্রমুখ।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply