,

শ্যামনগরে ভোট কেন্দ্র পরিদর্শন করলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা-মোঃ ইউনুস আলী

এম,কামরুজ্জামান,শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ভোট কেন্দ্র প্রদর্শন করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ ইউনুছ আলী।
শনিবার ১১ ডিসেম্বর সকাল দশটায় কৈখালী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ভোট কেন্দ্র মেন্দিনগর খলিলুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মেহেন্দি নগর নূরানী মাদ্রাসা ভোট কেন্দ্র প্রদর্শন করেন।
অভিযোগ সূত্রে জানা যায়,মেহেন্দিনগর জরিপ হাজীপাড়া গ্রামের মোঃ শরিফুল ইসলাম, মির্জাপুর গ্রামের মাহবুবুর রহমান,মেহেন্দিনগর গ্রামের ওহেদুজ্জামান,কাকরঘাটা গ্রামের শাহজাহান সিরাজ বাদী হয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের লক্ষ্যে কৈখালী ইউনিয়ন এর ৭ নং ওয়ার্ডের মেহেন্দিনগর নূরানী মাদ্রাসাকে ভোট কেন্দ্র হিসেবে নির্মাণ করার দাবিতে প্রেক্ষিতে ভোটকেন্দ্রে প্রদর্শন করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ ইউনুছ আলী। তার সফরসঙ্গী ছিলেন সাতক্ষীরা জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ নাজমুল কবির, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম। ঘটনাস্থল পরিদর্শন শেষে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় কৈখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ও ৭নং ওয়ার্ডের সাধারণ সদস্য,মহিলা সদস্য দের সাথে মতবিনিময় করেন।এসময় উপস্থিত ছিলেন কৈখালী ইউনিয়ন আ’লীগের পদপ্রার্থী জি এম রেজাউল করিম, স্বতন্ত্র প্রার্থী শেখ আব্দুর রহিম, স্বতন্ত্র প্রার্থী শাহ আলম,স্বতন্ত্র প্রার্থী জি এম শাহজাহান সিরাজ স্বতন্ত্র প্রার্থী জি,এম আমিনুর রহমান, বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র প্রার্থী মোঃ গোলাম মোস্তফা, স্বতন্ত্র প্রার্থী শাহানারা খাতুন,সাধারণ সদস্য পদপ্রার্থী লুৎফর রহমান নান্টু ও ফজলুল হক সহ সংরক্ষিত আসনের মহিলা প্রার্থীরা।
উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে খলিলুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রে বহাল থাকার মতামত পেশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *