এম কামরুজ্জামান,শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা’র শ্যামনগরে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অবাধ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। ৪ মে (শনিবার) সকাল ৯ টায় শ্যামনগর উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রী কলেজ ও নকিপুর সরকারি এইচ, সি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপী প্রশিক্ষণের মধ্য দিয়ে যথাক্রমে ৩ দিনে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রিজাইডিং অফিসারদের বিশেষ দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান কালে ঊপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার, কালিগঞ্জ সার্কেল মোঃ আমিনুর রহমান (পিপিএম), সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ আতিকুল ইসলাম, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলম, শ্যামনগর থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ ও শ্যামনগর উপজেলা নির্বাচন অফিসার -সহকারি রিটার্নিং অফিসার আব্দুল্লাহ আল মামুন প্রমূখ। সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ আতিকুল ইসলাম জানান- শ্যামনগর উপজেলায় ৯২ টি কেন্দ্রে আগামী ৮ মে ২০২৪ ( বুধবার) নির্বাচন অনুষ্ঠিত হবে। শ্যামনগর উপজেলা নির্বাচন অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান- ২ মে, ৩ মে ও ৪ মে ভোট গ্রহনকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। সরকারি বিধি মোতাবেক প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারগণ কে প্রশিক্ষণ দেয়া হয়।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply