,

শ্যামনগরে মধু সমগ্র করতে যেয়ে বাঘের আক্রমণে নিহাত মৌয়াল

এম কামরুজ্জামান,শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃসাতক্ষীরা’র শ্যামনগরে মধু সংগ্রহ করতে যেয়ে বাঘের আক্রমণে নিহাত হয়েতে মৌয়াল।উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের গোদাড়া গ্রামের আনসারের ছেলে সোলায়মান (৪০)বাঘের আক্রমণে নিহাত হন।
গত বৃহস্পতিবার ২৪ মার্চ বিকালে সুন্দরবনের কাচিকাটা এলাকায় মধু সমগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে শিকার হয়।বনবিভাগের কাছ থেকে জানাযায়, গত ২০ তারিখে বুড়িগোয়ালিনী ষ্টেশন থেকে মধু কাটার জন্য ৫ জনের পাশ নিয়ে সুন্দরবনে যায়। মৃত্যুর বিষয়টা নিশ্চিত করেছেন বুড়িগোয়ালিনী ষ্টেশন কর্মকর্তা নুর আলম প্রতিবেদককে বলেন,সোয়ালামান নামে একজনের বাঘের কবলে মৃত্যু হয়েছে। বনবিভাগের সহযোগিতা তাকে ফিরিয়ে আনা হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী তার পরিবারের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।
এদিকে খবর শুনে শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন ও ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদ-উজ-জামান সাঈদ নিহত সোলাইমানের বাড়িতে যান এবং শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *