এম আব্দুর রহমান বাবু,বিশেষ প্রতিনিধিঃ শ্যামনগরে জলাবদ্ধতা নিরসনে মাদার নদী পুণঃখনন এবং কল্যাণপুর স্লুইস গেইট নির্মাণের লক্ষ্যে এমপি এস,এম,জগলুল হায়দার ও সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডে ১ এর নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের এলাকা পরিদর্শন করেছেন।গত ইং ১১ অক্টোবর বিকাল ৪টায় শ্যামনগরের কল্যাণপুর বাজারে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস, এম, জগলুল হায়দার এমপি বলেন-অত্র এলাকায় কালিগঞ্জ ও শ্যামনগর ২টি উপজেলার হাজার হাজার বিঘা মৎস্য ঘের ও ফসলী জমি পানি সরবরাহের তেমন ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে অপুরণীয় ক্ষতি হয়। মাদার নদীর প্রায় ১০কিঃমিঃ ও কল্যাণপুর খাল প্রায় ৫ কিঃমিঃ পুনঃখনন করা হলে মূলস্রোতধারা নদীর সাথে একাকার হবে। কল্যাণপুর খালে পৃথক ২টি স্লুইস গেইট নির্মাণ করে মাদার নদীর সাথে পানি সরবরাহ করা হলে হাজার হাজার মানুষের জলাবদ্ধতা নিরসন হবে।ফলে ফসলী ক্ষেত ও মৎস্য ঘেরের কোটি কোটি টাকার ক্ষতি থেকে রেহাই পাবে। শ্যামনগর সদর ও নূরনগর ইউনিয়নটির সংযোগ স্থলে এ দূর্দশা। চিংড়াখালীর আইয়ুব আলি ও সাবেক ইউপি সদস্য আব্দুল খালেক, সোয়ালিয়ার আব্দুর রাজ্জাক ও যাদবপুরের আজিবর রহমান জানান,শ্যামনগর ও কালিগঞ্জ ২টি উপজেলার চিংড়াখালী, যাদবপুর, সোয়ালিয়া, মঠবাড়িয়া, মাহমুদপুর, কল্যাণপুর, সৈদালীপুর, মানিকপুর, নুরনগর, কালমেঘা, হাজীপুর, রুদ্রপুর, গৌরীপুর, কদমতলা, রতনপুর সহ প্রায় ২০টি গ্রামের জলাবদ্ধতা প্রতিবছর লেগেই আছে। তাছাড়া সম্প্রতি অতিবর্ষণে ঐ এলাকাগুলোর হাজার হাজার বিঘা ফসলী জমির ফসল সম্পূর্ন বিনষ্ট ও মৎস্য ঘের তলিয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতির সম্মুখিন হয়। ব্যাংক ,সমিতি ও মহাজনদেন কাছ থেকে চড়া লাভে টাকা নিয়ে জমির ও ঘের মালিকরা পড়েছেন চরম আর্থিক সংকটে।মানুষের এ ধরণের দর্দশা জানতে পেরে সাতক্ষীরা ৪ আসনের এমপি এস, এম, জগলুল হায়দার, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ এর নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের,পানি উন্নয়ন বোর্ড শ্যামনগরের উপ-বিভাগীয় প্রকৌশলী জাকির হোসেন, উপ-সহকারী মাসুদ রানা,উপ-সহকারী সাজ্জাদুল হক প্রমূখ সরেজমিনে এলাকা পরিদর্শনে এর সত্যতা পান। পরিদর্শন শেষে চরম জলাবদ্ধতা নিরসে এলাকাবাসীর যৌক্তিক দাবী মাদার নদীর প্রায় ১০কিঃমিঃ, কল্যাণপুর খাল প্রায় ৫ কিঃমিঃ পুনঃখনন ও ২টি স্লুইস গেইটের প্রয়োজনীয়তা সরকারের উর্ধতন কর্তৃপক্ষকে অবগত করার আশ্বাস ব্যক্ত করা হয়। এ সময় উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক মোশারফ হোসেন, শ্যামনগর সদর আওয়ামীলীগের সভাপতি জি,এম,আকবর কবীর, নুরনগর আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান, সেক্রেটারি সোহেল রানা সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী সহ হাজার হাজার এলাকাবাসী উপস্থিত ছিলেন।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply