,

শ্যামনগরে “মানবতার দীপ্ত যাত্রা”সংগঠনের  উদ্যোগে এতিমখানায় খাদ্য বিতরণ

শ্যামনগর প্রতিনিধিঃমানবতার সেবায় নিবেদিত সামাজিক সংগঠন “মানবতার দীপ্ত যাত্রা” এর উদ্যোগে শ্যামনগরের সোনার মোড় ফয়জুল করিম এবাদিয়া হাফেজিয়া কওমিয়া ও এতিমখানায়  অসহায় ও অনাথ শিশুদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে।

৯ই জুলাই  উপজেলার স্বনামধন্য এতিমখানায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় প্রায় শতাধিক এতিম শিশুর হাতে উন্নতমানের খাবার  তুলে দেন সংগঠনের স্বেচ্ছাসেবক সদস্যরা।

সংগঠনের পরিচালক আশিক এলাহী বলেন, “এই শিশুদের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য -মনেরুজ্জামান (রকি), ফেরদৌস হোসেন, মুফতি রাশেদুল ইসলাম, পিকলু, তরিকুল ইসলাম, আবু ঈসা, মোহাম্মদ মনিরুল ইসলাম ও শামীম হোসেন  উক্ত  সংগঠনকে সার্বিক সহযোগিতা করেছেন প্রবাসী মোহাম্মদ ইমরান হোসেন 

এ সময় আরো উপস্থিত  ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক এবং মিডিয়াকর্মীরা।
এ উদ্যোগকে স্থানীয়দের মাঝে প্রশংসার ঝড় উঠেছে এবং মানবতার দীপ্ত যাত্রার এমন মহতী উদ্যোগকে স্বাগত জানান অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *