এম কামরুজ্জামান,শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলা সদরে মুক্তিযোদ্ধা সড়কে পানির ড্রেন নির্মাণ কাজ সময় হাসান ক্লোথ স্টরের প্রোপাইটার সাব্বির হোসেনের বড়ীর প্রাচীর ভেঙে ভুরুলিয়া ইউনিয়নের সিরাজপুর হরিনাগাড়ী গ্রামের রজত আলী মল্লিকের ছেলে মোমিন মল্লিক (৬০) ও একই গ্রামের মোরশেদ মল্লিকের ছেলে মোশারফ মল্লিক আহত হয়।তাৎক্ষণিক এলাকাবাসী ও শ্রমিকরা তাদেরকে উদ্ধার করে শ্যামনগর সদর হাসপাতালে নিয়ে যায়।কর্মরত ডাক্তার তাদের অবস্থা আশঙ্কা জনক হয়ায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন অবস্থা রজত মল্লিকের ছেলে মমিন মল্লিক মৃত্যুবরণ করেন।
এ বিষয়ে নির্মাণধীন কাজের ঠিকাদার আলহাজ্ব আবুল বাশারে কাছে জানতে চাইলে তিনি বলেন, প্রতিদিনের ন্যায় ২১ ডিসেম্বর সকাল ৮ টার সময় শ্রমিকরা কাজ করার সময় হঠাৎ করে সাব্বির হোসেনের পাঁচিল ভেঙে পড়লে দুইজন শ্রমিক আহত হয়। আমি শোনা মাত্রই তাদেরকে নিয়ে শ্যামনগর হাসপাতালে নিয়ে যায়। ডাক্তারের পরামর্শে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় মমিন মল্লিক এর মৃত্যু হয়। তিনি আরো বলেন মোশারফ মল্লিক এখন ভালো আছে তার চিকিৎসা চলমান আছে।
স্থানীয়রা জানান,হাসান কোলথ স্টরের মালিক সাব্বির হোসেনের পাঁচিল কাঁদা দিয়ে তৈরি করাছিল। উপজেলা সদরে এই সড়কটি জনবহুল হয় পানি নিষ্কাশনের জন্য ট্রেনের কাজের জেন্ডার দেওয়া হয়। প্রভাবশালীদের কবর থেকে খাস জায়গা উদ্ধার না করে ড্রেন নির্মাণের কাজ করায় একজনের প্রাণ গেল। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply