এম কামরুজ্জামান,শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে মৎস্য ঘের বহালের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন মোর্তোজা আলী (৪১)। তিনি ডুমুরিয়া গ্রামের মৃত আশরাফ হোসেন গাজীর পুত্র।
বুধবার ১৩ এপ্রিল বেলা ২টার দিকে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে মোর্তোজা আলী তার লিখিত বক্তব্যে বলেন, আমি ও আমার ভাই শাফায়েত হোসেন বুলবুল উভয়ই ভূমিহীন। আমরা ২ ভাই ডুমুরিয়া মৌজায় ১ নং খাস খতিয়ানের বি এস ৪২১১ দাগের ১ একর খাল/জমি ডিসিআর মূলে দীর্ঘদিন যাবৎ ভোগ দখল করে আসছি। যার ইজারা কেস নং ১৩৪ ও ১৭৫। ঐ সম্পত্তিতে আমরা মৎস্য চাষ করে অতি কষ্টে জীবন যাপন করে আসছি। অথচ ঐ সম্পত্তিতে অবৈধভাবে দখলের অপচেষ্টা করছে- একই এলাকার ছব্দুল মালী, বিল্লাল মালী, মোস্তাকিম মালী, মিলন মালী সহ অজ্ঞাত ৮/১০ জন। তারা জোর পূর্বক লাভ ও লোভের বশবর্তী হয়ে সীমানার অভিযোগ তুলে আমাদের ভোগ দখলীয় জমি থেকে নেট, পাটা ও আটল উঠানো/ভেঙ্গে দিয়েছে। আমাদের বসতবাড়ী, ঘরবাড়ী, পুকুর, দোকান, বিভিন্ন বৃক্ষাদী ও মৎস্য ঘেরে ক্ষয় ক্ষতি ও লুৎপাটের হুমকি দিচ্ছে। এ জমি নিয়ে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সাতক্ষীরা আদালতে পি ৫০৬/২২ (শ্যামঃ) ১৪৫ ধারায় মামলঅ চলমান রয়েছে। এ মামলা চলমান থাকায় তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে। আমাদেরকে মিথ্যা মামলা, মারধর, খুন জখম, জমি দখল ইত্যাদি হুমকি অব্যহত রেখেছে। এ ব্যাপারে যথাযথ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন মোর্তোজা আলী।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply