এম কামরুজ্জামান,শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার রামজীবনপুর গ্রামের মোঃ রুস্তম আলী গাজীর পুত্র হামিদ গাজীকে মাছ চাষের জন্য খাল লিজ দেওয়ার প্রলোভন দেখিয়ে অন্যায় ভাবে তিনি লক্ষ আত্মসাৎ করেছে ঝাপ গ্রামের নিরাপদ মন্ডল এর পুত্র বিমল মন্ডল ও দেবীপুর গ্রামের মৃত সুনীল কুমার মন্ডল এর পুত্র মোহিত মন্ডল।
এ ঘটনায় হামিদ গাজী বাদী বিমল মণ্ডল ও মোহিত মন্ডলকে আসামি করে সাতক্ষীরা আদালতে মামলা দায়ের করে যাহার নাম্বার-১৬৩/২৪।
মামলা সূত্রে জানা যায়, বিমল মণ্ডল ও মোহিত মন্ডল ঝাপা মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি পরিচয় দিয়ে ডিবি রোড বদ্ধখাল জলমহলটি সাবলিজ নিয়ে মাছ চাষ করার লোভ দেখিয়ে হামিদ গাজীর নিকট থেকে তিন লক্ষ টাকা নিয়ে দুই বছরের দায়িত্ব অর্পণ পত্রে স্বাক্ষর নিয়ে ভোগ দখলের দায়িত্ব প্রদান করে।
দায়িত্ব পেয়ে হামিদ গাজী উক্ত খালে মাছ ছাড়তে গেলে পার্শ্ববর্তী লোকজন বাধা সৃষ্টি করে। লিজ দাতা হামিদ গাজী বিমল মণ্ডল ও মোহিত মন্ডলকে জানালে তারা ব্যবস্থা করবে বলে আশ্বাস্থ্য করে। হামিদ গাজী উক্ত টাকা ফেরত চাইলে আজ না কাল করতে থাকে। এবং টাকা দেবে না বলে হুমকি দেয়। নিরুপায় হয়ে হামিদ গাজী সাতক্ষীর আদালতে যেয়ে মামলা করেন।
এবিষয়ে হামিদ গাজী বলেন আমি বিমল মণ্ডল ও মোহিত মন্ডলের কাছে টাকা চাইতে গেলে সম্প্রদায়িক দাঙ্গা ভয় দেখি আমাদের তাড়িয়ে দেয়। আমি নিঃস্ব হয়ে গেছি। আপনাদের লেখনীর মাধ্যমে উদ্বোধন কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে আমি আমার ন্যায্য টাকাগুলো ফেরত পাইতে পারি।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply