শ্যামনগর ব্যুরোঃ সুইডিশ দূতাবাস এর অর্থায়নে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) কর্তৃক বাস্তবায়নাধীন, বায়োডাইভার্সিটি ফর রেসিলিয়েন্ট লাইভলিহুডস (বিফরআরএল) প্রকল্পের আওতায় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মুন্সিগঞ্জ কলেজে, ”প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”/ Global: Local Youth Actions for the SDGs and Beyond এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রায় দেড় শতাধিক ছাত্র-ছাত্রী ও যুবকদের অংশগ্রহনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ১২(আগষ্ট) মঙ্গলবার দিবসটি উপলক্ষে র্যালিটি মুন্সিগঞ্জ কলেজ থেকে শুরু করে জেলেখালী গ্রাম প্রদক্ষিন করে অনুষ্ঠান স্থলে গিয়ে শেষ হয়। কলেজের সহকারী অধ্যাপক বাবু শিবেন্দু তরফদার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা, বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন সিডিওর নির্বাহী পরিচালক গাজী আল ইমরান, ইউপি সদস্য নীপা চক্রবর্তী, দেবাশীষ গায়েন, তৌহিদ হাসান, সাইট অফিসার, সিএনআরএস বিফরআরএল প্রকল্প, সিডিও ইয়ুথ টিম মুন্সিগঞ্জ ইউনিটের সিনিয়র ভলেন্টিয়ার মাফিজুর রহমান, অতিথীবৃন্দ দিবসটির গুরুত্ব ও তাৎপর্য নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। অতিথীদের সামনে উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক গ্রুপ ওয়ার্ক ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে দিবস উদযাপনটি সফলভাবে শেষ হয়। শ্যামনগরের বিভিন্ন সমস্যসমূহ যেমন: জলাবদ্ধতা নিরসন, সুপেয় পানির ব্যবস্থা, অবৈধ নাইনটি অপসারন, বর্জ্য ব্যবস্থাপনা, চর বনায়ন ধংস, খাল দখল, খাল ও চর ইজারা বাতিল নিয়ে দাবিদাওয়া সম্বলিত একটি স্বারকলিপি স্থানীয় যুবরা উপজেলা নির্বাহী অফিসারের নিকট প্রদান করা হবে বলে জানা যায়।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply